বাংলার জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে একটি খবর ছাপা হয়েছে যে পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব। নির্বাচনের সমীক্ষার এই রিপোর্ট অনুসারে ৪৬%ভোট পেয়ে জয়ী হবেন হুগলির পরশুরার তৃণমূলের প্রার্থী দিলীপ যাদব এবং ৪৩% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে বিজেপির প্রার্থী বিমান ঘোষ।

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নির্বাচনকে ঘিরে জনগণের মতামতের সমীক্ষার রিপোর্টের ছবিটি হোয়াটসঅ্যাপ দ্বারা আমাদের কাছে এসেছে।
Fact-check / Verification
পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব এমন মতামত সমীক্ষার খবর ভোট চলাকালীন আনন্দবাজার পত্রিকার মতো বাংলার প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত হওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়।
পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব এই দাবিতে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একদিকে দিলীপ যাদবের হাতজোড় করা হাসি মুখের ছবি, অন্যদিকে ‘ওপিনিয়ন পোল ‘ লেখার নিচে রয়েছে জনগণের সমীক্ষার গ্রাফ। এর সাথে লেখা হয়েছে ২০২১ এর সমীক্ষা বলছে হুগলির পরশুরা থেকে ৪৬ শতাংশ ভোট পেয়ে জিততে পারেন দিলীপ। বলা হয়েছে হুগলির পরশুরা থেকে কোন প্রার্থী জিতবে তা নিয়ে আর কোনো আশঙ্কা রইলো না।
পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে আনন্দবাজার পত্রিকার এপ্রিলের সংখ্যা এটি। গত ৬ই এপ্রিল তৃতীয় দফার ভোট হয়ে গেছে। ঐ দিন সম্পন্ন হয়েছে হুগলির পরশুরার ভোটও। ঠিক কবে এই খবরটি আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল জানার জন্য আমরা ১ থেকে ৫ এপ্রিলের সমস্ত সংখ্যার খোঁজ করি।
পরশুরায় এগিয়ে রয়েছন দিলীপ যাদব – এই ধরণের কোনো খবর আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশিত হয়নি, ওপিনিয়ন পোল নিয়ে ছাপা খবরটি জাল
আমরা আনন্দবাজার পত্রিকার ৬ই এপ্রিলের আগে সবকটি সংখ্যা গুগলে খোঁজার পর ৩রা এপ্রিলের প্রকাশিত খবরের সাথে এই ভাইরাল ছবিটির সাদৃশ্য খুঁজে পাই। কিন্তু এই সংখ্যায় পরশুরাকে নিয়ে কোনো সমীক্ষার খবর ছাপা হয়নি। বরং ৩রা এপ্রিলের সংখ্যায় মমতা ব্যানার্জীর অমিত শাহ ও বিজেপিকে উদ্দেশ্য করে বলা খেলা এখনো শেষ হয়নি ও অমিত শাহের মমতাকে লক্ষ করে বলা তৃণমূলের খেলাকে ভয় করি না এই খবর প্রকাশিত হয়েছে।


অর্থাৎ পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব এই ধরণের কোনো মতামতের সমীক্ষা আনন্দবাজারে ছাপা হয়নি।
Conclusion
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পরশুরায় এগিয়ে রয়েছেন দিলীপ যাদব এবং এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। আমাদের অনুসন্ধানে এটি প্রমাণিত এই ধরণের কোনো ওপিনিয়ন পোল এর রিপোর্ট আনন্দবাজার সংবাদপত্রে প্রকাশিত হয়নি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাল সমীক্ষার ছবি।
Result- Fake
Our sources
Anandabazar Patrika –https://epaper.anandabazar.com/calcutta/2021-4-3/71/Page-1.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।