Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ইংরেজিতে বলছেন তিনি “সুপার পাওয়ার বাংলাদেশ” থেকে এসেছেন এবং “বাংলাদেশিরা শিগগিরই পশ্চিমবঙ্গ দখল করবে।”
ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি।
১৪ সেকেন্ডের একটি ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। যেখানে একজন মুসলিম ব্যক্তিকে ইংরেজিতে বলতে শোনা যাচ্ছে, “আমি সুপার পাওয়ার বাংলাদেশের বাসিন্দা। আমি কলকাতায় বসবাস করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি। আমরা, বাংলাদেশিরা শীঘ্রই পশ্চিমবঙ্গ শাসন করব। আমার কথাটা মনে রেখো।”
ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন যে, “বাংলাদেশের মুসলিম কোলকাতার বুকে দারিয়ে কি হুমকি দিচ্ছে, আমার দেশ বাংলাদেশ, আমি কোলকাতায় বসবাস করি। আমাদের সমর্থন করে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটু অপেক্ষা করুন বাংলাদেশে যে আইন চলছে ,আগামী দিনে পশ্চিম বঙ্গে সেই আইন চালু হবে দেখবেন। দেখুন ভিডিও উনি নিজের মুখে বলছে। বন্ধুরা ভিডিও টা সেয়ার করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পৌছে দিন প্লিজ।” (পোস্টের বানান পরিবর্তন করা হয়নি)

Evidence
ভালো করে দেখলে, ভিডিয়োতে থাকা মূল বক্তার পিছনে অভিব্যক্তিহীন একজন মানুষকে দাঁড়িতে থাকতে দেখা যায়। যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্মিত ভিডিয়োর স্বাভাবিক দৃশ্য। কারণ সেখানে, চরিত্রগুলোতে বাস্তবসম্মত আবেগ থাকে না।

ভাইরাল ভিডিয়োটির উপরের ডানদিকের কোণায় “SORA” ওয়াটারমার্কটি দেখতে পাওয়া যায়। যা OpenAI-এর একটি অংশ এবং AI ভিডিয়ো তৈরি করে।

Hive Moderation টুলের সাহায্যে ভিডিয়োটির পরীক্ষায়, AI দ্বারা তৈরির সম্ভাবনা ৯০ শতাংশের চেয়ে বেশি ধরা পড়ে।

ভিডিয়োটির অডিয়ো Resembl AI-এর সাহায্যে পরীক্ষা করা হলে, সেটাকে “ভুয়ো বা ফেক” বলে অভিহিত করা হয়।

Verdict
এখান থেকে স্পষ্ট যে, বাংলাদেশি ব্যক্তির পশ্চিমবঙ্গ দখলের ভাইরাল ভিডিয়োটি সত্যি নয়, AI দ্বারা তৈরি।
FAQ
1. ভিডিওর ব্যক্তি কি সত্যিই বাংলাদেশি মুসলিম?
না। তিনি বাস্তব ব্যক্তি নন। ভিডিওটি সম্পূর্ণ AI জেনারেটেড।
2. ভিডিওতে “কলকাতা দখলের” হুমকি কি সত্যি?
না। কথাগুলো AI দিয়ে তৈরি এবং ভয়েসওভার ভুয়ো।
3. “SORA” ওয়াটারমার্ক কী বোঝায়?
এটি OpenAI-এর ভিডিও জেনারেশন টুল Sora-র নাম। এই ওয়াটারমার্ক থাকলে ভিডিওটি AI দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি।
4. অডিও যে AI-জেনারেটেড, তা কীভাবে জানা গেল?
Resemble AI টুল ভিডিওর ভয়েসকে “Fake” বলে শনাক্ত করেছে।
5. এ ধরনের AI ভিডিও কীভাবে চেনা যায়?
অস্বাভাবিক মুখভঙ্গি, ওয়াটারমার্ক, গ্লিচ, ভুয়ো ব্যাকগ্রাউন্ড এবং অডিওতে অপ্রাকৃতিক টোন—সবই AI ভিডিওর লক্ষণ।
Sources
Self Analysis
Hive Moderation Tool
Resemble AI Tool
Tanujit Das
December 11, 2025
Tanujit Das
December 6, 2025
Runjay Kumar
December 5, 2025