শনিবার, আগস্ট 31, 2024
শনিবার, আগস্ট 31, 2024

HomeAI/DeepfakeFact Check: সাবধান! বাংলাদেশে বন্যার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা...

Fact Check: সাবধান! বাংলাদেশে বন্যার আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবি

Claim: বাংলাদেশের জল ছাড়ার পরে মানুষের অবস্থা।

Fact: ছবিটি সত্য়ি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত।

বন্যা-বিধ্বস্ত বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বহু ছবি ও ভিডিয়ো। তেমনই একটি ছবি পোস্ট করে দাবি হয়েছে, “বাংলাদেশের কঠিন দৃশ্য হয়ে গেছে জল ছাড়ার পরে” (পোস্টের বানান অপরিবর্তিত)

Fact Check/ Verification

ভাইরাল ছবিটি ভাল করে দেখলে, মানুষের অবয়বগুলোর মধ্যে প্রচুর ভ্রান্তি লক্ষ্য করা যায়। আমরা দেখতে পাই যে, বহু মানুষের অবয়বের হাত এবং মুখের গড়ন স্বাভাবিক নয়।

সেখান থেকেই আমাদের সন্দেহ হয় যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত হতে পারে। সেজন্য আমরা Hive Moderation টুলের সাহায্য নিয়েছিলাম এবং সেই টুলের সাহায্যে রেজাল্ট আসে যে, ভাইরাল ছবিটি ৯৯.৮ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরির সম্ভাবনা রয়েছে।

এছাড়া Is It AI টুলের সাহায্য পরীক্ষা করলেও উত্তর মেলে যে, ছবিটি ৮১ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি হয়ে থাকতে পারে।

Conclusion

অতএব প্রমাণিত যে, ছবিটি সত্য়ি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত।

Result: False

Sources
 Hive Moderation Tool 
Is It AI Tool
News Checker’s own investigation

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular