Claim
ছবিতে দেখা যাচ্ছে, সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে ভারতের কাছে হারের পর, স্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেড।

Fact
ভাইরাল ছবিগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে, সেগুলোতে ট্র্যাভিস হেডকে বিভিন্ন রকমের জার্সি পরা অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া, ছবিটির ঝাপসা ব্যাকগ্রাউন্ড দেখে সন্দেহ হয় যে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি করা হতে পারে।

Hive Moderation টুলের সাহায্যে পরীক্ষা করলে দেখা যায় যে, প্রথম ছবিটি ৯৯.৭% এবং দ্বিতীয় ছবিটি ৯৯.৮% কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

Sightengine টুলের সাহায্যে পরীক্ষা করলে, ৯৯% সম্ভাবনা খুঁজে পাওয়া যায় যে ছবি দুটো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

wasitai.com টুলের বিশ্লেষণে উঠে এসেছে যে, ছবিদুটোর কিছু অংশ AI দ্বারা তৈরি।

অতএব, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর ট্র্যাভিস হেডের কান্নার ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি।
Sources
Hive Moderation Website
Sightengine Website
WasItAI Website
Self Analysis
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z