AI/Deepfake
Messi India Tour: শচিন-ধোনি-রোহিত-কোহলির সঙ্গে আড্ডায় মত্ত ফুটবল তারকা মেসি? ভাইরাল ছবির রহস্যটি জানুন
Claim
ভারতে সফররত ফুটবল তারকা, মেসির সঙ্গে গল্পে মাতলেন ভারতীয় ক্রিকেটের চার তারকা- শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলি। মুম্বইয়ের মেরিন ড্রাইভে, তাঁরা আড্ডায় মজলেন।


Fact
তদন্তে দেখা গিয়েছে যে, তাঁর সাম্প্রতিক ভারত সফরকালে, ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ক্রিকেট লেজেন্ড শচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফুটবল তারকা মেসি।
ইন্টারনেটে কি-ওয়ার্ড সার্চ করে, মেসির সঙ্গে ধোনি, রোহিত বা কোহলির সাক্ষাতের কোনও খবর বা ছবি, ভিডিয়ো পাওয়া যায়নি।
এরপর, Hive Moderation ও Is it AI টুলের সাহায্যে ভাইরাল প্রথম ছবিটির পরীক্ষা করলে জানা যায় যে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।


একই ভাবে, দ্বিতীয় ছবিটিও ওই দুই টুলের সাহায্যে পরীক্ষা করলে, সেটাকেও ফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বলে অভিহিত করা হয়।


এখান থেকে প্রমাণিত হয় যে, শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে লিওনেল মেসির সাক্ষাতের ভাইরাল ছবিটি ফেক। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
FAQ
1. মেসি কি সত্যিই শচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করেছিলেন?
হ্যাঁ। ১৪ ডিসেম্বর ২০২৫-এ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি ও শচিন তেন্ডুলকরের সাক্ষাৎ হয়েছিল।
2. ধোনি, কোহলি ও রোহিত কি মেসির সঙ্গে ছিলেন?
না। এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা সংবাদ নেই।
3. ভাইরাল ছবিগুলো কীভাবে ভুয়ো প্রমাণিত হলো?
Hive Moderation ও Is It AI টুলে পরীক্ষায় ছবিগুলো AI-জেনারেটেড বলে শনাক্ত হয়েছে।
4. এ ধরনের AI ছবি কীভাবে চেনা যায়?
অস্বাভাবিক আলো, মুখের গঠন, অতিরিক্ত নিখুঁততা এবং নির্ভরযোগ্য সূত্রের অভাব—এসবই AI ছবির সাধারণ লক্ষণ।
Sources
Hive Moderation and Is it AI