Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake
পহেলগামে হামলার পর ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে ধ্বংস করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের।
ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে ধ্বংস করার কোনও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দেননি। ভাইরাল ভিডিয়োটি ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক পাক জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের (POTUS Donald Trump) একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে সতর্ক করছেন মার্কিন প্রেসিডেন্ট।
৯ সেকেন্ডের ওই ভিডিয়োতে ডোনাল্ড ট্রাম্পকে (POTUS Donald Trump) ইংরেজিতে বলতে শোনা যাচ্ছে, “যদি পাকিস্তান ভারতে হামলা চালায়, তাহলে আমি চুপ করে বসে থাকব না। আমি পাকিস্তানকে ধ্বংস করে দেবো। মোদি আমার বন্ধু এবং আমি ভারতীয়দের ভালোবাসি।”
গুগলে “Donald Trump”, “warning” ও “Pakistan”-এর মতো কিওয়ার্ড লিখে সার্চ করলে, এমন কোনও প্রতিবেদন নজরে আসে না, যেখানে দাবি করা হয়েছে যে পাকিস্তানকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (POTUS Donald Trump)।
ভাইরাল ভিডিয়োটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, ট্রাম্পের পিছনের ব্যাকড্রপে, “The Economic Club New York” লেখা রয়েছে।
সেই সূত্র ধরে, ইন্টারনেটে “Economic Club of New York” ও “Donald Trump” লিখে সার্চ করলে, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর C-SPAN ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়, যার শিরোনাম ছিল, “Donald Trump and Mike Pence at the New York Economic Club”।
দুটো ভিডিয়ো কিফ্রেমের তুলনা করা হয়েছে, যা নীচে দেখতে পাওয়া যাবে।
Economic Club of New York-এর অফিসিয়াল ওয়েবসাইটেও আসল ভিডিয়ো এবং ট্রাম্পের বক্তব্যের ট্রান্সক্রিপশন বা অনুলিপি পাওয়া যায়। সেখানে খুঁজলে, মার্কিন প্রেসিডেন্টের এমন কোনও বক্তব্য পাওয়া যায়নি, যেখানে তাঁকে পাকিস্তানকে হুমকি দিতে শোনা গিয়েছে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হয় যে, ভাইরাল ভিডিয়োটি ভুয়ো।
ভাইরাল ভিডিয়োটিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে, ট্রাম্পের ঠোঁটের অংশটা কিছুটা ঝাপসা। যা থেকে অনুমান করা যায় যে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা নির্মিত হতে পারে।
এরপর ভিডিয়োটিকে Hive Moderation নামের একটি টুলের সাহায্যে পরীক্ষা করলে ফলাফল আসে যে, ভাইরাল ভিডিয়োটির কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হওয়ার বা ডিপফেক ভিডিয়ো হওয়ার ৯৯.৯ শতাংশ সম্ভাবনা রয়েছে।
Resemble.ai নামের আরও একটি টুলের সাহায্যে পরীক্ষা করলে দেখা যায় যে, ভিডিয়োর অডিয়োটি ফেক বা ভুয়ো।
ভাইরাল ভিডিয়োটিকে UB Media Forensics Lab-এর Deepfake-o-meter নামের টুলের সাহায্যেও পরীক্ষা করা হয়। সেখানে একাধিক টুলের সাহায্যে অডিয়োটির অনুসন্ধান চালিয়ে ফলাফল আসে যে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হতে পারে।
Misinformation Combat Alliance (MCA)-এর অন্তর্গত The Deepfakes Analysis Unit (DAU), নিউজচেকার যার অন্যতম সদস্য, তাদের তরফেও পরীক্ষা করে ভাইরাল ভিডিয়োটিকে ডিপফেক বলে চিহ্নিত করা হয়েছে।
পহেলগামে সাম্প্রতিক পাক জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর মুখ খুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (POTUS Donald Trump)। ইংরেজিতে তিনি জানান, “আমি ভারত ও পাকিস্তান দু’জনেরই খুব কাছের। তারা বহু বছর ধরে কাশ্মীরে লড়াই চালাচ্ছে। যা ঘটেছে (জঙ্গি হামলা) তা অত্যন্ত দুঃখজনক…আমার আশা, তারা কোনও না কোনও উপায়ে একটা পথ বের করবে। আমি দু’দেশের নেতৃত্বকে জানি।”
সমস্ত পরীক্ষার পর এটা এখন স্পষ্ট যে, ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে ধ্বংস করার কোনও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দেননি। ভাইরাল ভিডিয়োটি ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
Sources
Video By C-SPAN, Dated September 15, 2016
DAU Analysis
Resemble.ai Website
Hive Moderation Website
Deepfake-O-Meter Tool
Tanujit Das
May 31, 2025
Tanujit Das
May 30, 2025
Runjay Kumar
May 29, 2025