Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
AI/Deepfake

ভাইরাল ছবিটির রিভার্স সার্চ করলে এই দাবির সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি। কিওয়ার্ড সার্চ করলে, ৪ ডিসেম্বর, বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে পুতিনের সফর এবং তার সময়সূচি সম্পর্কে জারি করা একটি মিডিয়া অ্যাডভাইজরি দেখতে পাওয়া যায়। যেখানে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু সেখানে অযোধ্যার রাম মন্দির দর্শনের কোনও উল্লেখ নেই।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৪ ডিসেম্বর সন্ধ্যায়, দু’দিনের জন্য ভারত আসেন ভ্লাদিমির পুতিন। ৫ ডিসেম্বর, দিল্লির হায়দ্রাবাদ হাউসে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও, দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে, সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ নেই যে, ভারত সফরের সময় ভ্লাদিমির পুতিন অযোধ্যা সফর করেছিলেন।
ভাইরাল ছবিটি দেখে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। উদাহরণস্বরূপ, তিনজনের মুখেই অতিরিক্ত উজ্জ্বলতা এবং হাসিখুশি থাকার সময় যোগী আদিত্যনাথের ঠোঁটের অস্বাভাবিক আকৃতি। পুতিন এবং যোগী আদিত্যনাথ মোজা পরে আছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী খালি পায়ে। এর ফলে আমাদের সন্দেহ হয় যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি হতে পারে।

ছবিটির সত্যতা যাচাই করার জন্য, সেটি AI শনাক্তকরণ টুল Hive Moderation- এ পরীক্ষা করা হয়। এই টুলটি AI দ্বারা তৈরি ছবিটির 99.9 শতাংশ সম্ভাবনা দেখিয়েছে।

Sightengine এর সাহায্যে ছবিটি পরীক্ষা করার পর দেখা গেছে যে এই ছবিটি ৯৯ শতাংশ AI দ্বারা তৈরি।

Imagewhisperer -ও বলেছে যে এই ছবিটি মূলত AI দ্বারা তৈরি করা হয়েছে।

আমাদের তদন্তে পাওয়া প্রমাণগুলো স্পষ্টভাবে দেখায় যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের রাম মন্দির পরিদর্শনের ভাইরাল ছবিটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি।
Tanujit Das
December 6, 2025
Runjay Kumar
December 6, 2025
Tanujit Das
November 30, 2025