রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeCoronavirusবাংলাদেশের চিকিৎসক নিজেকে এইমসের ডাক্তার বলে পরিচয় দিয়ে করোনাকে নিয়ে ভুল তথ্য...

বাংলাদেশের চিকিৎসক নিজেকে এইমসের ডাক্তার বলে পরিচয় দিয়ে করোনাকে নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন ফেসবুকে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

দাবি

কিছু দিন যাবৎ ফেসবুকে একটি ভিডিও অতিমাত্রায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে এক ব্যক্তি নিজেকে এইমসের  ডাক্তার অর্কপ্রভ সিনহা বলে পরিচয় দিয়ে এই ভিডিওটি বানিয়েছেন। এই ভিডিওটিতে তিনি বলেছেন যে – করোনা ভাইরাস কখনোই ২৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বাড়তে পারেনা।  ফেসবুকে এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। সেই রকম কিছু ভাইরাল পোস্টটের লিংক আমরা এই লেখাটির নিচে দিচ্ছি।  

বিশ্লেষণ

বর্তমানে করোনা ভাইরাসকে নিয়ে সোশ্যাল মিডিয়াগুলি রীতিমতো ভুঁয়ো খবর ছড়ানোর শীর্ষে পৌঁছে গেছে। কখনো কোথাও করোনায় মৃতদের সংখ্যা নিয়ে ভুল খবর বলা হচ্ছে তো আবার কোথাও কি কি করলে করোনা থেকে বাঁচা যাবে তার উপায় বলে দেওয়া হচ্ছে।  

এই রকমই একটি ভুঁয়ো ভিডিও আমরা পাই ফেসবুক থেকে। এইমসের ডাক্তার অর্কপ্রভ  সিনহা বলে নিজেকে পরিচয় দিয়ে তিনি তার ভিডিওটিতে বলছেন যে- করোনা ভাইরাস শীতল অঞ্চলগুলিতে প্রভাব বেশি বিস্তার করতে পারে। ২৩ ডিগ্রির উপর তাপমাত্রা উঠলে এই ভাইরাসের বিস্তারের পরিমান কমে আসে। ড্রপ্লেট বা নাক দিয়ে জল পড়া কে তিনি এই রোগের  বিস্তারের প্রধান কারণ রূপে চিহ্নিত করেছেন। গরম অঞ্চলে এই ড্রপলেট মাটিতে পড়লে মাটি সেটা শুষে নেয় তাই নাকি এই রোগের বিস্তার বেশি তাপমাত্রায় বাঁচতে পারে না।  

তিনি আরও বলেছেন যে ইতালি, ফ্রান্স  বা ইরানে এই রোগ বিস্তারের কারণ হলো, আক্রান্ত ব্যক্তিরা চীন থেকে কোনো  ব্যক্তির সাথে সরাসরি সংস্পর্শে এসেছেন আর এই ভাবে এই রোগটি একজন থেকে অপরের শরীরে বাসা বেঁধেছে।  

কিন্তু তার এই ‘বার্তার’ সত্যতা কতটা?  এই প্রশ্নটি ছাড়াও আরো একটি লক্ষণীয় ব্যাপার আমাদের সামনে আসে, ভিডিও যিনি বানাচ্ছেন তার কথা বলার ধরণ ভারতীয় বাঙালিদের মতো নয় বরং বাংলাদেশের মানুষেরা যে ভাবে কথা বলেন অনেকটা সেই ধরণের কথার টান তার কথায় শোনা  যায়।  

আমরা আমাদের গবেষণাকে কিছু ভাগে ভাগ করে নিয়েছি।  আমরা ফেসবুক থেকে প্রাপ্ত ভিডিওর থেকে কিছু keyword  বেছে নিয়ে গুগল সার্চ করতে থাকি। Google সার্চ করার পর YouTube – এ এই ভিডিওটির শেয়ার হওয়া কিছু পেজ আমরা পাই।  কিন্তু সেখানেও তাকে ডাঃ অর্কপ্রভ বলেই বলা হয়েছে।  

দ্বিতীয় পর্যায়ে আমরা Invid Toolkit -এর সাহায্যে ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিই। তারপর Yandex search এর দ্বারা আমরা এই ভিডিওটির আরও কিছু অংশ পাই। এখান  থেকে আমরা YouTube-এ এই একই ভিডিওটি পাই কিন্তু এখানে এই ব্যক্তিকে ডাঃ জাকির বলে পরিচয় দেওয়া হয়েছে। এই ভিডিওটির নিচে লেখা আছে ‘করোনা ভাইরাস কখন হবে আর কখন হবে না জেনে নিন। ডাঃ জাকির।’ 

তৃতীয় পর্যায়ে আমরা এই এক  keyword ধরে সার্চ করা শুরু করার পর হাসান ব্লগস নামক একটি ইউটুব চ্যানেল থেকে আমরা প্রকৃত ভিডিওটি পাই।   ভিডিওটি চ্যানেলটিতে ৯ই মার্চ আপলোড করা হয়েছিল। এছাড়াও অন্য একটি ভিডিও পাই যেখানে তিনি করোনা ভাইরাস নিয়ে ৫টি পয়েন্টের কথা বলেছেন। 

এই ভিডিওটির মধ্যে তিনি বেশ কয়েকবার বাংলাদেশের নাম নিয়েছেন।  ভিডিওটির নিচে এনার নাম বলা হয়েছে ডাঃ জাকির হোসেন সবুজ। এছাড়া তার ফেসবুক লিংক ,তার ইউটুবের চ্যানেল,তার ফেসবুক গ্রুপ ও করোনা ভাইরাস নিয়ে  কিছু টিপস এর লিংক ও আমরা পাই। তার ফেসবুক আইডি টি যদিও লক করা রয়েছে তাই এর থেকে বেশি তথ্য আমরা পাইনি।  

 ডাঃ জাকির নিজের ভিডিওটিতে যে তাপমাত্রা বাড়ার কথা বলছেন যে তাপমাত্রা বাড়লে করোনা ভাইরাস ছড়াতে পারবে না এই দাবিটি সম্পূর্ণ ভুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে বেশি তাপমাত্রা বা কম তাপমাত্রার উপর নির্ভর করে করোনা ছড়ায় না।  

ফেসবুকে সার্চ করতে আমরা ইসলামিক কমেন্ট নামক একটি ফেসবুক পেজ থেকে এই ডাঃ সবুজের অনেক ভিডিও আমরা পাই করোনাকে নিয়ে। 

এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেও তার সাংবাদিক বৈঠকে এই ধরণের কোনো ভুল বা ভুঁয়ো ভিডিও বা তথ্যের উপর ভরসা করতে মানা  করেছেন। 

এই ভিডিওটিতে প্রথমে  তিনি তার আসল পরিচয় গোপন করে ভুঁয়ো পরিচয়ের দ্বারা ভুল ভিডিও বানান এবং তা ভাইরাল করার  জন্য দর্শকদের অনুরোধ করেন। তার এই ভিডিওটি সম্পূর্ণ ভুল তথ্য সম্পন্ন।  

ব্যবহৃত টুলস

  • Google keyword search
  • Yandex search
  • Facebook search
  • YouTube search

ফলাফল: বিভ্রান্তিকর Misleading

(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে)

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular