Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
ফেসবুকে বিগত ২-৩ দিন ধরে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে যে করোনা কে হারাতে রাশিয়া সবার প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। নিচেই এই বিষয়কে কেন্দ্র করে ফেসবুকের কিছু ভাইরাল পোস্ট।


ফ্যাক্ট-চেক
রাশিয়াতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের জন্য বলি হয়েছেন ১১,৭৭০ জন। এই পর্যন্ত ভাইরাসটিকে কাবু করার কোনো ওষুধ আবিষ্কার করা হয়নি, যদিও বিশ্বের প্রতিটি দেশ এর ভ্যাকসিনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে।
দাবি করা হচ্ছে যে বিশ্বের প্রথম রাশিয়া এই Covid-19 এর ভ্যাকসিন বের করে ফেলেছে। বিশ্বকে তাকে লাগিয়ে দেয়ার মতো ঘটনা এই নিঃসন্দেহে। মহামারীর মতো ছড়িয়ে পড়া এই রোগে প্রতিটা দেশ আক্রান্ত, কোথাও নেই এর সঠিক ওষুধ। শুধু মাত্র জ্বরের ও রোগপ্রতিরোধ করার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই ধরণের পরিস্থিতিতে রাশিয়া কিনা আবিষ্কার করে নিলো করোনার ভ্যাকসিন? না, যে ভ্যাকসিনটি আবিষ্কার করা হয়েছে তার প্রথম ধাপের পরীক্ষা হয়েছে এই পর্যন্ত, দ্বিতীয় ধাপের পরীক্ষা এখনো হয়নি।
রাশিয়ান সংবাদ সংস্থা Tass এর একটি মে মাসের রিপোর্ট আমরা পাই যেখানে বলা হয়েছিল রাশিয়া হয়তো গ্রীষ্ম কাল শেষ হওয়ার আগেই করোনার ভ্যাকসিন এনে ফেলবে। ন্যাশনাল এপিডিওমোলোজি ও মাইক্রোবায়োলজির ডিরেক্টর আলেক্সজান্ডার গুঁজবুর্গ একটি সাক্ষাৎকারে জানান যে হয়তো অগস্টের মধ্যেই এই ভ্যাকসিন এসে পড়বে। আশা করা হচ্ছে যে সমস্ত কিছু প্ল্যান মাফিক চলবে। মে মাসের এই রিপোর্টে লেখা হয়েছে যে ভ্যাকসিন গবেষকরা আর হয়তো খুব বেশি হলে এক মাস নেবে এর পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে আর এই পর্যায়েই বোঝা যাবে যে এই ভ্যাকসিনের বিষক্রিয়তা, বিক্রিয়াজনিত মানদণ্ডের। সেই বিচারেই শুরু হবে এই ভ্যাকসিনকে মানব দেহে প্রয়োগ করা যাবে কিনা।
অর্থাৎ রাশিয়া অনেক আগে থেকেই ভ্যাকসিনের উপর জোরকদমে কাজ করা শুরু করেছিল। জুলাই মাসে ১২ তারিখ প্রকাশিত খবর যে অবশেষে রাশিয়ার হাত ধরে এলো করোনা ভাইরাসের ভ্যাকসিন Koronavir . গত রবিবার রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই রোগের ভ্যাকসিনকে।
ভাইরাল পোস্টে লেখা আছে যে এই ভ্যাকসিনের মানব দেহের উপর প্রথম প্রয়োগ সফল হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি এই পর্যন্ত প্রথম ধাপ পেরিয়েছে এই ভ্যাকসিনের পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা এখন ও বাকি রয়েছে। সোমবার হওয়ার কথা ছিল দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা, তবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি। কিন্তু কোনো ভ্যাকসিন প্রয়োগ করার কাজে একদম নিশ্চিত তার জন্য আরো কিছু ধাপ পেরোতে হবে।
Times now এর রিপোর্ট অনুযায়ী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানায় হয়েছে এই ভ্যাকসিনের প্রথম পরীক্ষা সফল হয়েছে। ১৮ জনের মধ্যে এই পরীক্ষা চালানো হয়েছিল। ১৫ই জুলাই তাদের ছুটি দেওয়া হয়েছে। এর আগে তাদের রক্ত ও রক্ত চাপ পরীক্ষা করা হয়েছিল, যা স্বাভাবিক ছিল।
আজ Tass একটি রিপোর্ট আমরা পাই যেখানে বলা হয়েছে, Koronavir ভ্যাকসিন শুধু মাত্র SARC-COV-২ এর বিরুদ্ধে লড়বে তা নয়, সরাসরি ভাইরাসটির উপর আক্রমণ করবে। আজ থেকে রাশিয়ার জন সাধারণের মধ্যে এই ভ্যাকসিন বিতরণ শুরু হবে।
অর্থাৎ রাশিয়া করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে এই দাবিটি পুরোপুরি সত্যি নয়। Koronavir ভ্যাকসিন নিয়ে এখনও বাকি ধাপের পরীক্ষা বাকি রয়েছে।
ব্যবহৃত টুলস
ফলাফল
অর্ধ-সত্য Partially true
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )