Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
ভাইরাল দাবি
স্যানিটাইজার ব্যবহার করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে, হাতে স্যানিটাইজার লাগিয়ে গ্লাভস পড়বেন না। এতে স্যানিটাইজারের মধ্যে থাকা রাসায়নিক বিক্রিয়া হতে পারে এবং আপনার হাত পুড়ে যেতে পারে।
ভাইরাল এই পোস্টের কিছু লিংক আমরা দিলাম।
ফ্যাক্ট-চেক
যে ছবিটি ভাইরাল হয়েছে আমরা ছবিটির গুগল রিভার্স ইমেজ সার্চ করার পর শুধু এই টিকে নিয়ে ভাইরাল পোস্ট আমাদের হাতে আসতে থাকে। ছবিটির সাথে যে লেখাটি রয়েছে তা হলো “স্যানিটাইজার ব্যাবহার করে হাতে গ্লাভস পরবেন না। স্যানিটাইজার এর রাসায়নিক বিক্রিয়ার কারণে দীর্ঘ সময় ধরে গ্লাভস ব্যাবহার করলে হাত পুড়ে যেতে পারে।” এই লাইন থেকে কিছু কীওয়ার্ড নিয়ে আমরা গুগলে সার্চ করার পর বিশ্বস্বাস্থ্য সংস্থার একটি পিডিএফ পাই যেখানে হাত ধোয়া ও গ্লাভস পড়ার নিয়ম দেওয়া হয়েছে।
অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ এখানে দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে, কোনো ব্যক্তি যিনি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কোনো covid রুগীর সেবায় নিযুক্ত তাদের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার উপযোগী কারণ এটি খুব দ্রুত শুকিয়ে যায়, স্বাস্থ্যকর এবং হাতে জ্বালা অনুভব কম হয়। সাবান বা ডিটারজেন্ট দিয়ে হাত ধোয়ার থেকে অ্যালকোহল স্যানিটাইজার উপযোগী বেশি।
গ্লাভসের ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা হলো, স্বাস্থ্য কর্মী যারা সরাসরি রুগী দেখাশুনার কাজে যুক্ত, ও যারা করোনা আক্রান্তদের রক্তপরীক্ষা করছেন তাদের জন্য সার্জিকাল গ্লাভস পড়া জরুরি। এতে ভাইরাস কম ছড়াবে। গ্লাভস পড়ার আগে ও পরে দুবারেই মনে করে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার হাতে লাগাতে হবে। এখানে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গ্লাভস পড়লেই যে এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকা যাবে তা নয়, যারা রোগীর শরীরের রক্তে পরীক্ষা বা লালরস পরীক্ষার কাজে প্রত্যক্ষ ভাবে যুক্ত তাদের জন্য এটি ব্যবহার লাভদায়ক।
অর্থাৎ বিশ্বস্বাস্থ্য সংস্থার হাতের সুরক্ষার বিষয়টির দিকে নজর দিলে বোঝা যাবে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই বার্তাটি সম্পূর্ণ জালি।
অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার বা সাধারণ স্যানিটাইজার কোনোটিই ক্ষতিকারক নয়। এতে কোনো রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। যদিও ভালো মানের অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার বা সাধারণ স্যানিটাইজার ব্যবহার করাটাই বাঞ্চনীয়।
ব্যবহৃত টুলস
- Google keyword search
- WHO Hand Hygiene PFD
- WHO Gloves use information leaflet
ফলাফল
জাল-তথ্য Fake information
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.