Friday, December 5, 2025

Coronavirus

বেসরকারিকরণের ফলে পুনে স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকায় পৌঁছেছে? করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই মূল্যবৃদ্ধি

banner_image

কিছুদিন আগে থেকে পুনে জংশন স্টেশনে প্ল্যাটফর্ম  টিকিটের দাম ৫০ টাকা করা হয়েছে। আর এই মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছে রাজনৌতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া। কংগ্রেসের বর্ষীয়ান নেতা দ্বিগবিজয় সিংহ টুইট করে বলেছেন- কংগ্রেসের আমলে যে টিকিটের দাম ৩টাকা ছিল তা আজ ৫০ টাকা হয়েছে। জয় সিয়া রাম। 

https://twitter.com/digvijaya_28/status/1295516386161090565

ফেসবুকের একটি পেজ আওয়াজ দো থেকেও পুনে স্টেশনের প্ল্যাটফর্ম  টিকিটের মূল বেড়ে যাওয়া নিয়ে একটি পোস্ট আমরা পাই।  যেখানে দাবি করা হয়েছে পুনে জংশন বেসরকারি হওয়ার জন্যই প্ল্যাটফর্ম টিকিট অগ্নিমূল্য। ৫০ টাকায় পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্ম টিকিট।


Fact check / Verification 

বেসরকারিকরণের ফলে পুনের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়নি। সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে তাই জন্য সরকারের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে।ভারতীয় রেল প্রত্যেকটি শ্রেণীর লোকেদের সুলভে যাত্রা করার প্রধান মাধ্যম। অনেকসময় পরিবারের কোনো আত্মীয় পরিজন  বা বন্ধু-বান্ধবদের ট্রেনে তুলতে যাওয়ার সময় আমাদের প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়। কিন্তু এমনও  বহুলোক থাকেন যারা বিনা কোনো উদ্দেশ্যে ট্রেনের প্ল্যাটফর্মে শুয়ে বা বসে  থাকেন। অকারণ ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই পরিকল্পনা নেওয়া। 

গত বছর ফেব্রূয়ারি মাসের The Indian Express এর প্রকাশিত খবর অনুযায়ী ভারত বিকাশ গ্রুপ স্টেশন রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকবে, কাজ করবে সুবিধা ব্যবস্থাপক রূপে। প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা থেকে শুরু করে স্টেশনের বিল্ডিং মেরামতি,পার্কিং ও আরো অন্যান্য কিছু বিষয়ের ভার দেওয়া হবে ভারত বিকাশ গ্রুপকে। ট্রেনের টিকিট ও প্ল্যাটফর্ম টিকিটের দ্বায়িত্ব এখন না থাকলেও প্ল্যাটফর্ম টিকিটের ভার দেওয়া হলেও টিকিটের মূল্য একেই থাকবে এবং যা  আয় হবে তা সম্পূর্ণ রেলের কাছে যাবে।

The India Express news screenshot of 2019

গুগলে কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমরা The Indian Express, National Herald India, ANI , Hindustan Times এর কিছু রিপোর্ট পাই যেখানে এই মূল বৃদ্ধির কারণ স্বরূপ সামাজিক দূরত্ব বজায় রাখার কথা  বলা হয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা হওয়ার পর থেকেই বিরোধী দলের সবাই সমালোচনা করতে শুরু করেন। প্ল্যাটফর্ম টিকিটের দাম বেশি হলে অনেকেই বিনা কারণে রেলের প্ল্যাটফর্মে ঢোকা বন্ধ করবে।গত মঙ্গলবার রেলের মুখপাত্র জানিয়েছেন, স্টেশনে উদ্দেশহীন ভাবে ঘুরতে লোকজনদের আটকানো এবং সরকারের নির্দেশ মতো সামাজিক দূরত্ব পালনের দিকটি সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

HT news screenshot
ANI news screenshot

Conclusion 

পুনে স্টেশনের প্ল্যাটফর্মের টিকিটের দাম ৫০ টাকা হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ও রাজনৈতিক দলের তরফ থেকে যে দাবি করা হয়েছে তা ভুল। বেসরকারিকরণের জন্য নয়, করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে টিকিটের মূল্য বৃদ্ধি হয়েছে।  

Result : Misleading

Our sources 

ANI newshttps://www.aninews.in/news/national/general-news/platform-ticket-rates-hiked-at-pune-to-maintain-social-distancing-at-stations-railways20200818105927/

National Herald newshttps://www.nationalheraldindia.com/india/pune-platform-ticket-cost-hiked-from-rs-3-to-rs-50-railways-cites-covid-19-as-the-reason-after-furore

The Indian Express newshttps://indianexpress.com/article/cities/pune/pune-platform-ticket-cost-increased-goes-viral-6560231/

Hindustan Timeshttps://www.hindustantimes.com/pune-news/platform-ticket-rates-hiked-at-pune-to-maintain-social-distancing-at-station-railways/story-XJZD8zkB8s0Z02yuoweZmI.html#:~:text=%E2%80%9CThe%20objective%20of%20Pune%20junction,social%20distancing%20can%20be%20followed.

Official tweet of Spokeperson Railwayhttps://twitter.com/SpokespersonIR/status/1295442652813340674?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1295442652813340674%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Fcities%2Fpune%2Fpune-platform-ticket-cost-increased-goes-viral-6560231%2F

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
No related articles found
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,439

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage