Coronavirus
ঠোঁট থেকে কৃমি জাতীয় পোকা বের করার পুরোনো ভিডিওকে করোনা ভাইরাসের তকমা দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হলো

শেয়ারচ্যাট থেকে সম্প্রতি একটি ভিডিও পেয়েছি যেখানে এক ব্যক্তির ঠোঁট থেকে ওষুধ দিয়ে কৃমি জাতীয় পোকা বের করতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে হিন্দিতে যে কথা গুলো বলা হচ্ছে তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়- বন্ধুরা ভারতেও শেষ পর্যন্ত করোনা ভাইরাস ঢুকে পড়লো। কিছুক্ষন আগে জানা গেলো যে জয়পুরে এক জনের করোনা ধরা পড়ছে। এই ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করা দরকার। সারা ভারতে এই ভিডিওকে পৌছেদিন বন্ধুরা। কিছু ধরে আমরা খুব ভয়ে ছিলাম যে ভারতেও না এই ভাইরাস আসে, কিন্তু জানা গেলো জয়পুরে এই ভাইরাসটি পাওয়া গেছে। খুবই মারাত্মক এই ভাইরাস, কারণ এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো এন্টিডোট বের হয়নি।

Fact -Check /Verification
ভিডিওটি শোনার পর আমরা বুঝতে পারি এই ভিডিওটি একেবারে প্রথম দিকের যখন ভারতে সবেমাত্র করোনা ভাইরাসের আতঙ্ক ছড়াতে শুরু করেছিল। কিন্তু যে ভিডিটি করোনা ভাইরাসের নাম দিয়ে ছড়ানো হচ্ছে ঐ ভিডিওটির সাথে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই।
কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমরা এর মূল ভিডিওটি পাই ইউটুব থেকে। ২৫শে অক্টোবর ২০১৯ সালে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

করোনা ভাইরাস যখন প্রথম ভারতে প্রবেশ করে তখন তার লক্ষণ ছিল জ্বর, সর্দি, কাশি। কিন্তু যে ভিডিওটি শহরে করা হয়েছে করোনার ভাইরাসের নাম করে তাতে কৃমি জাতীয় পোকা দেখা যাচ্ছে যা অনেক সময়ে মানুষের শরীরের ভেতর বসা বাঁধে। এই কৃমি যে করোনা ভাইরাস নয় তা ইউটুবের এই ভিডিও তা দেখেই প্রমান পাওয়া যাচ্ছে।
Conclusion
আমাদের অনুসন্ধানের দ্বারা আমরা জানতে পেরেছি যে করোনা ভাইরাসের নাম করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে ২০১৯ সালের অক্টোবর মাসে ইউটুবে আপলোড করা হয়েছে এবং তখন করোনা ভাইরাস ততটা বিস্তার করা শুরু করেনি। ভিডিওটিতে যে পোকা টিকে দেখা যাচ্ছে তার সাথে করোনা ভাইরাস সম্পর্কিত নয়।
Result-Misplaced context
Our Source
- YouTube Link- https://youtu.be/rF1EhpUxeQ0
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।