Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
জঙ্গি কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় (Pahalgam Terrorist Attack) মৃতদের মধ্যে ১৫ জন মুসলিম রয়েছেন।
গুগলে “Pahalgam terror attack” ও “victims list” লিখে কিওয়ার্ড সার্চ করলে, ২৪ এপ্রিল India Today ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। ইংরেজিতে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায় যে আমেরিকায় কর্মরত এক বাঙালি তথ্যপ্রযুক্তি কর্মী, বিহারের আবগারি দফতরের এক কর্মী, কর্ণাটক, ওড়িশা-সহ আরও অন্যান্য রাজ্যের মানুষজন হামলার সময় পহেলগামের বৈসারণ উপত্যকায় আনন্দ করছিলেন। সেখানে পহেলগামে জঙ্গি হানায় (Pahalgam Terrorist Attack) ২৬ জন মৃতদের সম্পূর্ণ তালিকাও দেওয়া ছিল।
২৪ এপ্রিল, ইন্ডিয়ান এক্সপ্রেসের আরও একটি প্রতিবেদনে পহেলগাম সন্ত্রাসী হামলায় (Pahalgam Terrorist Attack) মৃত ২৬ জনের নাম উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, “নিহতদের মধ্যে নেপালের একজন এবং পুলওয়ামার একজন স্থানীয় বাসিন্দা ছিলেন। মৃতদের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি, ছয়জন রয়েছে। এরপর গুজরাট এবং কর্ণাটক, সেখানকার তিনজন করে বাসিন্দা মারা গিয়েছেন। পশ্চিমবঙ্গে দু’জন মৃত্যু হয়েছে। এছাড়া, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, কেরল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ থেকে একজন করে মৃত্যু হয়েছে।”
আসল তালিকায় একজন মুসলিমেরও নাম রয়েছে – সৈয়দ আদিল হুসেন শাহ। যিনি পহেলগামের একজন পনি রাইড অপারেটর। সন্ত্রাসীদের হাত থেকে পর্যটকদের বাঁচাতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন।
অতএব এখন প্রমাণিত যে, পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam Terrorist Attack) শিকার ১৫ জন মুসলিমের নাম উল্লেখ করে ভাইরাল তালিকাটি ভুয়ো।
Sources
Report By India Today, Dated April 24, 2025
Report By Indian Express, Dated April 24, 2025
Report By Deccan Herald, Dated April 23, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Tanujit Das
May 31, 2025
Tanujit Das
May 30, 2025
Runjay Kumar
May 29, 2025