ভাইরাল দাবি
Whatsapp ফরওয়ার্ড থেকে আমাদের কাছে একটি ছবি আসে যেখানে একটি মুসলিম দলকে হাতে তরবারি নিয়ে ছুটতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে এই ঘটনাটি কেরলের সাথে সম্পর্কিত। নিচে আমরা Whatsapp এর স্ক্রিন শট দিলাম।

ফ্যাক্ট-চেক
ছবিটির সাথে করা দাবিটি হিন্দিতে যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় –একবার ভাবুন যদি আপনার পারে বা কলোনীতে এই ধরণের কোনো ঘটনা ঘটে তাহলে আপনি তখন কি করবেন? এই ঘটনাটি কেরলের সাথে সম্পর্কিত। ফরোয়ার্ড করা এই ছবিটি আসলে কেরলের সাথে সম্পর্কিত নয়। আমরা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করার পর জানতে পারি আসলে এটি বাংলাদেশের ঘটনা।
বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন ও এই ফটো শেয়ার করে বলেছেন ‘শেখ হাসিনার বাংলাদেশ’ . আসলে এই ঘটনাটি ২০১৩ সালের বাংলাদেশের সাথে সম্পর্কিত।
গুগলে কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর জানতে পারি ২০১৩ সালে বাংলাদেশের ভোলায় হেফাজতে ইসলাম শিক্ষক ও ছাত্র সংগঠনদের বিক্ষোভের ছবি এটি।
কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর একটি তুর্কি সংবাদের সাইট আমাদের সামনে আসে যেখানে এই ঘটনার কথা উল্লেখ আছে সাথে ছবিটিও।
https://www.ufkumuzhaber.com/bangladeste-yarin-yine-genel-grev-yapilacak-23500h.htm
CNN এর তরফ থেকেও আমরা এই ঘটনার পুরো বিবরণ পাই তাদের একটি রিপোর্টে।
গুগলে এই বিক্ষোভের সম্পর্কে জানার জন্য সার্চ করলে আমরা ২০১৩ সালের মে মাসে ভোলায় এই সংঘর্ষের ইউটুব ভিডিও পাই।
আমাদের অনুসন্ধানের দ্বারা প্রমাণিত যে কেরলে মুসলিম হামলার নাম দিয়ে যে ছবিটি ভাইরাল হয়েছে এত আসলে বাংলাদেশের ভোলার।
ব্যবহৃত টুলস
- Google keyword search
- Google reverse image search
- YouTube search
ফলাফল
অপ্রাসঙ্গিকMisplaced context
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )