Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বামফ্রন্টদের সাধারণ ধর্মঘট চলছে সারা দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়া, খবরের চ্যানেল সর্বত্র তারই ছবি ফুটে উঠেছে। এর মধ্যে সব থেকে চোখে পড়ছে যে ছবিটি সেটি – পুলিশের হলুদ রঙের ব্যারিকেড সরিয়ে ধর্মঘটীরা আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাদের উদ্দেশ্যে ছুটে আসছে জল কামান থেকে ছোড়া জল। ফেসবুক ও টুইটারে এই ছবিটি বেশ ভাইরাল হয়েছে।


কেন্দ্র সরকারের শ্রম, কৃষি ও আরো অন্যান্য নীতির বিরুদ্ধে বামেদের সাধারণ ধর্মঘটের ছবির সাথে ছড়ালো ২০১৮ সালের কিষান ক্রান্তি পদযাত্রার ছবি। পুলিশের ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার যে ছবিটি আজ সাধারণ ধর্মঘটের দিন ভাইরাল হয়েছে আসলে তা ২০১৮ সালে দিল্লী ও উত্তর প্রদেশের বর্ডারের কাছে কৃষক ও পুলিশের মধ্যে বচসার ছবি। জমি ঋণ, ক্রমশ ঊর্ধ্বগতিতে ধাবমান জ্বালানির দাম এবং আরো কিছু দাবি দাওয়া নিয়ে ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হয় কৃষকদের এই আন্দোলন। ২রা অক্টোবর দিল্লী ও উত্তরপ্রদেশের সীমান্তে শুরু হয় ধর্মঘটী সাথে পুলিশের খন্ড যুদ্ধ। ক্ষিপ্ত জনতাকে সামলানোর জন্য পুলিশ কাঁদানে গ্যাস ও জল কামানের ব্যবহার করে।

Firstpost, The Hindu, Times of India থেকে ওই দিনের বিক্ষোভের বিস্তারিত খবর ও ভাইরাল এই ছবিটি পাই। The Quint এর থেকে পাওয়া রিপোর্ট অনুসারে ৩রা অক্টোবর রাজধানী দিল্লীর কিষান ঘাট চৌধুরী চরণ সিংহের স্মৃতির কাছে এই আন্দোলনের অবসান হয়।

২০১৮ সালে কিষান ক্রান্তি পদদযাত্রায় আন্দোলনকারী কৃষক ও পুলিশের মধ্যে বচসার ছবি বামেদের ডাকা সাধারণ ঘর্মঘটের দিন ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে।
The Quint – https://www.thequint.com/news/india/farmers-rally-delhi-bku#read-more
Times of India–https://timesofindia.indiatimes.com/india/kisan-kranti-padyatra-to-reach-delhi-today-key-points/articleshow/66037525.cms
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
June 22, 2020
Paromita Das
February 28, 2021
Paromita Das
March 3, 2021