Authors
Claim: বিবাহের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করেছেন গৌরী খান। অর্থাৎ তিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
Fact: শাহরুখ-পত্নি গৌরী খানের ধর্ম পরিবর্তনের দাবিটি ভুয়ো এবং ইসলাম ধর্মাবলম্বীদের পোশাকে তাঁর ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
বলিউডের বাদশা শাহরুখ খান এবং তাঁর স্ত্রীকে নিয়ে বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল বেশ কিছু ছবি ও দাবি। কখনও সেখানে বলা করা হয়েছে যে, বিবাহের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করেছেন গৌরী। অর্থাৎ তিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
আবার কোথাও দাবি করা হয়েছে যে, শাহরুখ খানের সঙ্গে মক্কায় গিয়ে উমরাহ করেছেন গৌরী খান। এছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের পোশাকে ভাইরাল হয়েছে গৌরী খানের ছবি।
Fact Check/ Verification
গৌরী খান কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?
ইন্টারনেটে এই প্রশ্নের উত্তর খুঁজলে, ২০২৪ সালের ২৮ মে Times Of India ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেন আমাদের নজরে পড়ে। যেখানে বলা হয়েছিল যে, ‘কফি উইথ করণ’-এর প্রথম সিজনে উপস্থিত হয়েছিলেন গৌরী খান এবং নিজের ধর্ম নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন তিনি। স্পষ্ট জানিয়েছেলেন, “আমাদের মধ্য়ে সমতা বজায় রয়েছে। আমি শাহরুখের ধর্মকে সম্মান করি। তার মানে এটা নয় যে, আমি ধর্ম পরিবর্তন করব এবং মুসলিম হয়ে যাবো। আমি এই পন্থায় বিশ্বাসী নই। আমি মনে করি, প্রত্য়েকের নিজ নিজ ধর্মকে মেনে চলা উচিত। সেখানে অন্য় ধর্মের প্রতি অসম্মান থাকা উচিত না। ঠিক যেমনটা শাহরুখও করেন না।”
Hindustan Times-এর ওয়েবসাইটেও একই সময়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।
এরপর, Hive Moderation টুলের সাহায্য়ে ভাইরাল ছবিগুলোর পরীক্ষা করলে দেখা যায় যে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (AI) দ্বারা তৈরি।
Is It AI টুলের সাহায্য়ে পরীক্ষা করলেও একই উত্তর আসে। সেখানেও বলা হয় যে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
Conclusion
সুকতাং এখন স্পষ্ট যে, শাহরুখ-পত্নি গৌরী খানের ধর্ম পরিবর্তনের দাবিটি ভুয়ো এবং ইসলাম ধর্মাবলম্বীদের পোশাকে তাঁর ভাইরাল ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
Result: Altered Image
Sources
Report by Times Of India, Dated May 28, 2024
Report by Hindustan Times, Dated May 28, 2024
Hive Moderation Tool, Is It AI Tool
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।