Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
কয়েকদিন যাবৎ আসানসোল পৌরসভার অফিস নিয়ে কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেখানে পৌরসভা অফিসের সাইনবোর্ডের ছবি দেখা যাচ্ছে। এখানে ইংরেজি, উর্দু ও হিন্দিতে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কথাটি লেখা আছে। দাবি উঠেছে পশ্চিমবঙ্গের মতো জায়গায় বাংলার বদলে হিন্দি ও উর্দুতে পৌরসভার অফিসে সাইনবোর্ড লেখা রয়েছে।
আসানসোল কর্পোরেশন অফিসের যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ছবি নয়, অর্থাৎ অর্ধেক সাইনবোর্ডের ছবি এখানে দেওয়া হয়েছে। আসানসোলের পৌর প্রশাসনিক কার্যালয়ে মূলত দুটি সাইনবোর্ড আছে। একটি সবার উপরে স্থাপন করা আছে যেখানে বাংলায় লেখা আসানসোল পৌরনিগম প্রশাসনিক ভবন। এরই নিচে ইংরেজি, হিন্দি ও উর্দুতে লেখা আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন।
টুইটার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের টুইট আমাদের কাছে আসে যেখানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ছবিকে বিভ্রান্তিকর বলা হয়েছে।
আসানসোলের মেয়র তৃণমূলের মন্ত্রী জিতেন্দ্র তিওয়ারি , নিজের টুইটার ও ফেসবুক থেকে এই ভাইরাল ভুয়ো ছবির সমালোচনা করে এই ছবিকে মিথ্যে ও বিভ্রান্তিকর বলেছেন। কিছু কীওয়ার্ড দ্বারা ফেসবুকে খোঁজার পর আসানসোলের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ফেসবুক পেজ পাই যেখানে আমরা কার্যালয়ের পুরো ছবিটি পাই।
আসানসোল পৌরনিগমের কার্যালয়ে হিন্দি, উর্দুতে লেখা যেমন সাইনবোর্ড আছে ঠিক তেমনি বাংলাতে লেখা সাইনবোর্ড ও রয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর ভাবে এই কার্যালয়ের সাইনবোর্ডের যে ছবিটি ভাইরাল হয়েছে ।
West-Bengal police official tweet – https://twitter.com/WBPolice/status/1304478180632178688
Asansol Mayor Jitendra Tiwari official tweet – https://twitter.com/JitendraTMC/status/1304647353173901312
Facebook image – https://www.facebook.com/permalink.php?story_fbid=2666942886889409&id=100007211715591
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।