Fact Check
বাংলাদেশের ২০০৯ সালের বন্যার ছবি ২০২০ তে সোশ্যাল মিডিয়াতে পুনরায় ভাইরাল হলো
ভারতে বর্ষা ঢোকার পর থেকে বেশ কিছু রাজ্যে শুরু হয়েছে বন্যা। বিহার, অসমের মতো রাজ্যের বেশির ভাগ অঞ্চলই বন্যা কবলিত। সোশ্যাল মিডিয়াতে, খবরের মাধ্যমে এই জায়গার বন্যায় ফেঁসে যাওয়া মানুষের ছবি আমরা দেখতে পাই। সম্প্রতি বন্যা কেন্দ্রিক একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে ঘরের চালের উপর শেষ সম্বল টুকু নিয়ে আশ্রয় নিয়েছে একটি পরিবার।

Fact check / Verification
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করার পর আমরা জানতে পারি ছবিটি বাংলাদেশের সাথে সম্পর্কিত। যে লিংকগুলো আমরা পাই রিভার্স ইমেজ সার্চ করার পর, তার মধ্যে থেকে ২০০৯ সালের একটি আর্টিকেল পাই weADAPT এর। প্রতিবছর বন্যা হলে সব থেকে ক্ষতির মুখে পরে বাংলাদেশের দক্ষিণ মধ্য উপকূলীয় অঞ্চলগুলো।

বিশেষত গোপালগঞ্জের এলাকায় প্রতি বছর বন্যার কারণে ক্ষয়ক্ষতির পরিমান হয় সব থেকে বেশি। জনসংখ্যা ও নদীর পলিমাটি কেন্দ্রিক জীবিকার উপর নির্ভর করে ৮০% মানুষের সংসার। তাই তাদের পক্ষে ফী বছর বন্যার মোকাবিলা করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই এই গোপালগঞ্জকে মডেল গ্রাম রূপে নির্বাচন করে এই উপকূলবর্তী অঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করা যায় সেই পরিকল্পনা শুরু হয়।
এই আর্টিকেলটি পাওয়ার পর আমরা এই পরিকল্পনা কেন্দ্রিক কিছু কীওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করার পর আরো কিছু রিপোর্ট পাই যেখানে বাংলাদেশে ক্রমাগত জলবায়ু পরিবর্তনের কি প্রভাব পড়েছে এবং বাংলাদেশ সরকার পক্ষ থেকে কি কি পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে তার বিস্তারিত রিপোর্ট পাই।
Conclusion
ভারতের বন্যা পরিস্থিতিতে ভারত সরকারের ব্যর্থতা দেখাতে গিয়ে যে ছবিটি ভাইরাল হয়েছে তা প্রকৃত পক্ষে বাংলাদেশের ২০০৯ সালের তোলা।
Result: Misplaced Context
Our Source
weADAPT article- https://www.weadapt.org/placemarks/maps/view/139
Daily Sun– https://www.daily-sun.com/post/353548/ADB-promotes-climatesmart-projects-in-Bangladesh
Premaculture research institute – https://www.permaculturenews.org/2014/04/25/sandbar-cropping-bangladesh/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।