Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২ নভেম্বর, ২০১৫ তারিখ, আল জাজিরার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ক্লিপ সম্বলিত তথ্যচিত্র পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “ISIL and the Taliban | Featured Documentary”। এখান থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বর্তমান বাংলাদেশের কোনও যোগ নেই। সেই তথ্যচিত্রের বিবরণ থেকে জানা যায় যে, আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে আইএসআইএল-এর জঙ্গি প্রশিক্ষণের উপর ভিডিয়োটি তৈরি করা হয়েছিল।

১৩ জানুয়ারি, ২০১৮ তারিখ, জার্মান সংবাদমাধ্যম জয়চে ভেলের প্রতিবেদনেও একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। সেখানেও ছবিটিকে আফগানিস্তানে আইএসআইএস-এর জঙ্গি প্রশিক্ষণের দৃশ্য বলেই দাবি করা হয়েছিল।

এখন থেকে স্পষ্ট যে, বাচ্চাদের জঙ্গি প্রশিক্ষণের ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই। ভাইরাল দাবিটি ভুয়ো এবং ভিডিয়োটি আফগানিস্তানের।
FAQ Section
১. ভিডিয়োটি কি বাংলাদেশের মাদ্রাসার?
না। এটি ২০১৫ সালের আল জাজিরার আফগানিস্তান বিষয়ক তথ্যচিত্রের ফুটেজ।
২. এতে কি সত্যিই শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেখানো হয়েছে?
হ্যাঁ, তবে সেটি আফগানিস্তানের ISIS প্রশিক্ষণ শিবিরের ছবি—বাংলাদেশের নয়।
৩. ভাইরাল পোস্টে কেন বাংলাদেশের নাম এসেছে?
পুরোনো ফুটেজ নতুন প্রেক্ষাপটে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার করা হয়েছে।
৪. এই ভিডিয়ো আগে কোথায় পাওয়া গিয়েছিল?
আল জাজিরার ২০১৫ সালের তথ্যচিত্র এবং ২০১৮ সালে Deutsche Welle-র প্রতিবেদনে।
৫. ভাইরাল দাবিটি কি সত্যি?
না। দাবিটি ভুয়ো এবং কোনও প্রমাণ নেই যে বাংলাদেশে শিশুদের জঙ্গি প্রশিক্ষণ চলছে।
Video by Al Jazeera English
Report by dw.com
Tanujit Das
November 14, 2025
Tanujit Das
November 8, 2025
Tanujit Das
October 15, 2025