Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ম্যানহোলের ঢাকনা চুরি করল বাংলাদেশি অনুপ্রবেশকারী
ভাইরাল দাবিটি মিথ্যা। ঘটনাটি একজন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকাারী শেখ নজরুল করেনি।
৩৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ, যেখানে একজন ব্যক্তিকে অটো থেকে নেমে ম্যানহোলের ঢাকনা খুলতে দেখা যাচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ভিডিয়ো পোস্ট করে অনেকে দাবি করেছে যে, অভিযুক্তের নাম শেখ নজরুল এবং সে একজন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী।




সুতরাং, এটা স্পষ্ট যে ভাইরাল দাবিটি মিথ্যা। ঘটনাটি একজন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকাারী শেখ নজরুল করেনি।
FAQ
১. মুম্বই পুলিশ কি ম্যানহোলের ঢাকনা খুলে ফেলার জন্য একজন বাংলাদেশী শেখ নজরুলকে গ্রেফতার করেছে?
না। বাংলাদেশী নাগরিক নন, মুম্বইয়ের বাসিন্দা অমরজিৎ কামাতিকে গ্রেফতার করেছে।
প্রশ্ন ২. ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনাটি কোথায় ঘটেছিল?
চুরিটি মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের (আরাম নগর-১) বারিস্তা জেপি রোডের কাছে ঘটেছিল ।
প্রশ্ন ৩. ম্যানহোলের ঢাকনা হারিয়ে যাওয়ার অভিযোগ কে দায়ের করেছিলেন?
বিএমসির একজন কর্মকর্তা ভিকি শ্যামলাল শর্মা ২৮ অগাস্ট, ২০২৫ তারিখে এফআইআর দায়ের করেন।
প্রশ্ন ৪. এই ঘটনায় কতগুলো ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে?
পাঁচটি পুরসভার ম্যানহোলের ঢাকনা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
Sources
Video posted by a Facebook account on 28th Aug 2025
Video posted by an X account on 28th Aug 2025
Telephonic conversation with Deepshikha Ware, Sr. PI, Versova Police Station
Telephonic conversation with BMC engineer Vicky Shyamlal Sharma
Runjay Kumar
November 29, 2025
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 14, 2025