Crime
Weekly wrap: রেজ্জাক মোল্লার মারা যাওয়ার ভুল খবর,কলকাতা পুলিশের বিজেপি কর্মীদের দিকে বোমা ছোড়া ও পাগড়ি খুলে নেওয়া,- বাছাই করা সেরা আর্টিকেল পান মাত্র পাঁচ মিনিটে।

তৃণমূল নেতা রেজ্জাক মোল্লা প্রয়াত ?
তৃণমূলের নেতা আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুর নামে সোশ্যাল মিডিয়াতে রটেছে গুজব। আসলে মারা গেছেন ভাঙড়ের সিপিএম নেতা ডঃ রাজ্জাক মোল্লা। বয়সজনিত ও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার জন্য নিজের বাড়িতেই তিনি শেষ নিস্বাশ ত্যাগ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

রিক্সা উচ্ছেদের ফলে যুবকের কান্নার ভিডিও কি ভারতের?
ভারতের গরিবদের জন্যই একমাত্র আইন ,কানুন এই ক্যাপশনের সাথে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা আসলে বাংলাদেশের। শেখ হাসিনার সরকার থেকে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের ফলে ফজলুর রহমান তার রিক্সা হারায়।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

হাথরাসের নির্যাতিতার বৌদি নকশালের কার্যকলাপের সাথে জড়িত?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হাথরাসের নির্যাতিতার বৌদি একজন নকশাল, এই দাবিটি সম্পূর্ণ ভুল। যে মহিলার ছবি ভাইরাল হয়েছে উনি ডঃ রাজকুমারী যিনি বর্তমানে জব্বলপুর মেডিক্যাল কলেজের অধ্যাপিকা। এর সাথে অন্য একটি ছবিতে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যাচ্ছে মেয়েটির মায়ের সাথে, এই ছবির ক্ষেত্রে দাবি উঠেছে ঐ নকশাল বৌদিকে প্রিয়াঙ্কা বুকে জড়িয়ে শান্তনা দিচ্ছেন সেটিও ভুল।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

বিজেপি কর্মীদের দিকে বোমা নিক্ষেপ করেছে কলকাতা পুলিশ?
নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাকে কৈলাশ বিজয়বর্গীয় বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন। বঙ্গের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়িন্ত্রন করার লক্ষ্যে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

জোর করে খুলে নেওয়া হয় বলবিন্দরের পাগড়ি?
বিজেপির ডাকা নবান্ন মিছিলের দিন বিজেপি নেতার দেহরক্ষী বলবিন্দর সিংহের পাগড়ি মাথা থেকে পরে যাওয়া নিয়ে সামাজিক গণ মাধ্যমে ছড়ালো বিভ্রান্তিকর দাবি। বলবিন্দরের কাছে থেকে পাওয়া বন্দুকের জন্য তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ ও সেই সময় ধস্তাধস্তির জন্য খুলে যায় তার পাগড়ি।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।