Fact Check
মুঙ্গেরে দুর্গাপুজোয় বিসর্জনের শোভাযাত্রার পুলিশের বেধড়ক লাঠি চার্জের ভিডিও বাংলার বলে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে
কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিহারে দুর্গাপুজোর পর ভাসানের সময় জড়ো হওয়া জনতার উপর পুলিশের লাঠি চার্জ ও তার ফলে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে বাংলা বেশ উত্তাল। এই আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে ওই একেই ভাবে বিসর্জন উপলক্ষ্যে স্থানীয় মানুষদের জমায়েতের উপর পুলিশকে লাঠি চালাতে দেখা গেছে। দাবি করা হয়েছে এই ভিডিওটি বাংলার এবং মুখ্যমন্ত্রীর পুলিশ হিন্দু ধর্মের মানুষদের উপর অকারণে লাঠি চালাচ্ছে।
Fact check / Verification
রাজ্যে হিন্দুদের উপর পুলিশের লাঠি চার্জের নাম যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে বিহারের মুঙ্গেরের। ২৬শে অক্টোবর মুঙ্গেরে বিসর্জন চলাকালীন জনতা ও পুলিশের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়, এবং জনতা নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে এক ব্যক্তির প্রাণ যায় এবং প্রায় ২৬ জনের মতো আহত হয়েছে। ভিডিওটিতে যে পুলিশদের দেখা যাচ্ছে তাদের গায়ের উর্দি বিহারের পুলিশের মতো নয় বরং ভোট উপলক্ষ্যে রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর মতো দেখতে। এই সূত্র ধরে আমরা গুগল কীওয়ার্ড দিয়ে খোঁজ করার পর The Lallantop, ABP Live ও LatestLy থেকে এই একই ভিডিও পাই যা বিহারের মুঙ্গেরের নাম ইউটুবে রয়েছে।
এছাড়াও ফেসবুক থেকে পশ্চিম মেদিনীপুর বাংলাপক্ষ থেকে এই ভিডিওটি তাদের পেজে দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে বিহারে বাঙালিদের মা দুর্গার বিসর্জনে যাওয়ার সময় বাঙালিদের উপর পুলিশের বেধড়ক লাঠি চার্জ।
Conclusion
মুঙ্গেরে ঠাকুর বিসর্জনের জন্যে জমায়েত হওয়া জনতার উপর পুলিশের লাঠি চার্জের ভিডিওটি বাংলায় হিন্দুদের উপর পুলিশের বর্বরতা শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
Result – Misleading
Our sources
ABP Live – https://www.youtube.com/watch?v=9IuKs0gdXsk
The Lallantop – https://www.youtube.com/watch?v=Yxkmvtyh3lE
LatestLY – https://www.youtube.com/watch?v=dBgUJuiS5WI
Facebook post – https://fb.watch/1qd9M9Y8tc/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।