Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচারের দৃশ্য।
ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশে কোনও হিন্দু ব্যক্তির উপর অত্যাচারের নয়। নিহত ব্যক্তি মুসলিম।
পাথর দিয়ে থেঁতলে থেঁতলে একজন ব্যক্তিকে মারা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নৃশংস ভিডিয়ো। ভিডিয়োটিতে যে ব্যক্তিকে মারা হচ্ছে, তিনি বাংলাদেশে (Bangladesh) বসবাসকারী একজন হিন্দু (Hindu) বলে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ১২ জুলাই, Maasranga News নামের একটি বাংলাদেশি (Bangladesh) নিউজ পোর্টালের ফেসবুক পেজে একই ভিডিয়ো-সহ একটি প্রতিবেদন সঙ্গে পোস্ট করা হয়েছিল। যার সঙ্গে লেখা ছিল, “মিটফোর্ডে সোহাগ হ’ত্যা মামলায় প্রধান ৩ আসামির নাম বাদ দেয়ার অভিযোগ স্বজনদের!”। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, চাঁদা না দেওয়ায়, বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে, পাথর দিয়ে থেঁতলে, বরগুণার এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। নিহতের নাম লাল চাঁদ ওরফে সোহাগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নৃশংস ঘটনার ভিডিয়ো। পুলিশের বিরুদ্ধে মূল অভিযুক্তদের নাম এফআইআর থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে, ভিডিয়ো প্রতিবেদনটিতে নিহতের আত্মীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন। যে যে আত্মীয়দের ওই ভিডিয়ো প্রতিবেদনে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁদের নাম, বিথি আক্তার (নিহতের ভাগ্নি), লাকি আক্তার (নিহতের স্ত্রী), মঞ্জুআরা বেগম (নিহতের দিদি)।
সেই সূত্র ধরে ইন্টারনেটে কি-ওয়ার্ড সার্চ করলে, ১২ জুলাই, The Daily Star, Rising BD ও Bangla Vision সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত, এই সংক্রান্ত প্রতিবেদনগুলো দেখতে পাওয়া যায়। সেগুলো থেকে জানা যায় যে, ছোট পরিসরে জানাজা নামাজ শেষে, বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে মা আলেয়া বেগমের কবরের পাশে, নিহত ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে দাফন বা কবর দেওয়া হয়।
Prothom Alo-কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার ওসি মহম্মদ. মনিরুজ্জামান জানিয়েছেন যে, খুনের ঘটনায় পুলিশ ও র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া চারজনের মধ্যে একজনের নাম মাহমুদুল হাসান ওরফে মহিন, যে এলাকায় যুবদল নেতা হিসেবে পরিচিত, দ্বিতীয় জন তারেক রহমান ওরফে রবিন। বাকি দুজনের নাম জানা যায়নি।
বাংলাদেশের বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে নিহত ব্যক্তির আত্মীয়দের যে নাম জানা যায়, সেগুলো হিন্দু ধর্মাবলম্বীদের (Hindu) হয় না। এছাড়া নিহত ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে, সেটাও মুসলমানদেরই (Muslim) হয়ে থাকে।
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি বাংলাদেশে কোনও হিন্দু ব্যক্তির উপর অত্যাচারের নয়। নিহত ব্যক্তি মুসলিম।
Update on July 15, 2025: পরবর্তীকালে তদন্তে দেখা যায় যে, India Today, Republic TV, Wion News ও NDTV-র মতো ভারতের ইংরেজি সংবাদমাধ্যমগুলো এবং বাংলা সংবাদমাধ্যম TV9 Bangla-র তরফেও ঘটনাটির খবর প্রকাশিত হয়েছিল। সেখানেও লেখা হয়েছিল যে, বাংলাদেশের রাজধানী ঢাকার মিটফোর্ড নিহত ব্যক্তি হিন্দু।
তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং-এর ফ্যাক্ট চেক বিভাগের তরফে স্পষ্ট জানান হয়েছে যে, ভারতীয় সংবাদমাধ্যমের দাবিটি সম্পূর্ণ ভুয়ো। নিহত ব্যক্তি লাল চাঁদ ওরফে সোহাগ হিন্দু নন, বরং মুসলিম।
তদন্তে পাওয়া এই তথ্যগুলো অনুযায়ী আমাদের প্রতিবেদনটি আপডেট করা হল। এই প্রতিবেদনের শিরোনাম ও কভার ছবি পরিবর্তন করা হল।
Sources
Report by Maasranga News, dated July 12, 2025
Report by The Daily Star, dated July 12, 2025
Report by Rising BD, dated July 12, 2025
Report by Bangla Vision, dated July 12, 2025
Report by Prothom Alo, dated July 12, 2025
Tanujit Das
October 7, 2025
Tanujit Das
October 6, 2025
Tanujit Das
October 4, 2025