Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন কাজের প্রশংসা করতে শোনা যাচ্ছে।
ভিডিয়োটি সাম্প্রতিক নয় এবং ভুল প্রেক্ষাপটে ছড়ানো হয়েছে। এটি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড করা, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। তিনি তখন কংগ্রেস সরকারের রেল বাজেটের সমালোচনা করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্যের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বলতে শোনা যাচ্ছে, “আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন। যে প্রজেক্টগুলো তিনি চালু করিয়ে দিয়েছিলেন, ২০০৯-১০, ২০১১-১২ এবং ২০১২-১৩, সেই প্রজেক্টগুলোর জন্য ন্যুনতম কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। এরমধ্যে কলকাতা মেট্রো প্রজেক্ট রয়েছে। যার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে এবং সেই কাজটা অন গোয়িং থাকার ফলে, কলকাতাতে নানা ভাবে সমস্যা হচ্ছে।”
২০২৫ সালের ২২ অগাস্ট, কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের (Kolkata Metro) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন যে, “শুভেন্দু দা নিজের মুখে স্বীকার করছে সবকিছু নাকি দিদি করেছে মোদীজি জানতে পারলে আপনাকে দল থেকে তাড়িয়ে দেবে শুভেন্দু দা”।

ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চে পাওয়া যায়, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ABP Ananda-র ইউটিউব চ্যানেলে একই ভিডিও প্রকাশিত হয়েছিল, শিরোনাম: “Shubhendu Adhikary on rail budget”। জানা যায়, ইউপিএ-টু সরকারের তৎকালীন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে অন্তর্বর্তী রেল বাজের পেশ করেছিলেন।
মূল ভিডিয়ো দেখুন
একই দিনে প্রকাশিত, ABP Ananda-র আরও একটি প্রতিবেদনেও শুভেন্দু অধিকারীর একই ভিডিয়ো বার্তা ব্যবহার করা হয়েছিল। সেই প্রতিবেদনে তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বক্তব্যও শুনতে পাওয়া যায়।
মূল ভিডিয়ো দেখুন
২০২০ সালের ১৯ ডিসেম্বর, অর্থাৎ ২০২১ সালের বিধানসভা ভোটের আগে, মেদিনীপুর কলেজ ময়দানে অমিত শাহের সভায়, বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে তৃণমূলের সমস্ত দলীয় পদ ও রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
মূল ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=982vFt7Lbb0
ভাইরাল ভিডিয়োটি বিভ্রান্তিকর। এটি ২০১৪ সালের পুরনো ভিডিয়ো, যখন শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ হিসেবে কংগ্রেস সরকারের রেল বাজেটের সমালোচনা করেছিলেন।
FAQ Section
Q1. ভাইরাল ভিডিয়োতে শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন?
না। ভিডিয়োটি ২০১৪ সালের, যেখানে তিনি কংগ্রেস সরকারের রেল বাজেটের সমালোচনা করেছিলেন।
Q2. ভিডিয়োটি কবে প্রকাশিত হয়েছিল?
২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি, ABP আনন্দের ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি প্রকাশিত হয়েছিল।
Q3. কেন ভিডিয়োটি এখন ভাইরাল হলো?
প্রধানমন্ত্রী মোদীর মেট্রো উদ্বোধনের সময়কালে, পুরনো ভিডিয়োটিকে নতুন দাবি দিয়ে ছড়ানো হয়েছে।
Q4. শুভেন্দু অধিকারী কবে বিজেপিতে যোগ দেন?
২০২০ সালের ১৯ ডিসেম্বর, অমিত শাহের সভায় শুভেন্দু আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।
Sources
Video posted by ABP Ananda, dated February 12, 2014
Video posted by ABP Ananda, dated February 12, 2014
Tanujit Das
November 15, 2025
Tanujit Das
November 11, 2025
Tanujit Das
November 9, 2025