রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkরাস্তার কাদাজলের মধ্যে খেলা করছে ডাইনোসর? ভাইরাল এই ভিডিওটির অনুসন্ধান পড়ুন এই...

রাস্তার কাদাজলের মধ্যে খেলা করছে ডাইনোসর? ভাইরাল এই ভিডিওটির অনুসন্ধান পড়ুন এই প্রতিবেদনে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি ছোট্ট ডাইনোসরকে রাস্তায় হেঁটে বেড়াতে  দেখা যাচ্ছে। । দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গের কাঁথিতে এই ক্ষুদ্র ডাইনোসরটিকে দেখা গেছে।  ভাইরাল হওয়া  এই ভিডিওটির লিংক আমরা নিম্নে দিলাম। 

https://www.facebook.com/madhusudan.das.9404/videos/949348165490307/

ফ্যাক্ট-চেক

করোনায় লকডাউন চলাকালীন জনজীবনের চাকা স্তব্ধ হয়ে যায়।  জনশুন্য রাস্তাঘাট, নেই গাড়ি ঘোড়ার কোনো কর্কশ আওয়াজ, শুধু দেখা মিলেছে নির্মল,সুস্বাস্থ্য প্রকৃতির। এই লকডাউনের সময় আমরা এমন অনেক খবর পাই যা সচরাচর শুনে আমরা অভস্ত্য নই যেমন, বোম্বাইয়ের সমুদ্রে ফিরে   এসেছে ফ্লেমিংগো পাখি, আবার কোথাও ফাঁকা রাস্তায় দেখে মিলেছে পেখম তোলা  ময়ূরের। কিছু মিমও ভাইরাল হয় এই লকডাউনের  সময় যে প্রকৃতি আবার নিজের পুরুনো স্বত্বাকে ধীরে ধীরে ফিরে পাচ্ছে, হয়তো দেখা যাবে একদিন বিলুপ্ত প্রাণী ডাইনোসরও ফিরে আসবে।  

ভাইরাল এই ডাইনোসরের ভিডিওটা যেন ওই কথাই মনে করিয়ে দেয়। একজলক দেখলে মনে হবে সত্যি জলজ্যান্ত ডাইনোসর খেলে বেড়াচ্ছে রাস্তার জলকাদায়, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এটি অ্যানিমেশন করা একটি প্রাণী।  রাস্তার পশে দাঁড়ানো কিছু লোক যখন ওই ডাইনোসর কে দেখে জলের ছিটে মারছে, ডাইনোসরটির কিন্তু কোনো হেরফের হলো না। জলের ছিটে পড়ার পর না সে ঘুরে তাকাচ্ছে না তার দিকের কোনো পরিবর্তন হলো। আমরা আন্দাজ করি যে  এই ক্ষুদ্রাকৃতির ডাইনোসরের পেছনে কোনো অ্যাপ্লিকেশন আছে।  ঠিক যেমনটি আমরা পাই ২০১৬ সালের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন ‘Pokemon go‘ গেমে।  

এই ভিডিওর সাথে সম্পর্কিত কিছু কীওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করার পর আমরা জানতে পারি গুগলের নতুন সংযোজন Augmented reality animal app . এর দ্বারা আপনি যেকোনো প্রাণীকে মোবাইল/ট্যাবলেটের স্ক্রিন দিয়ে স্বচক্ষে দেখতে পারবেন।  মনে হবে সামনেই দাঁড়িয়ে।  

The Verge ওয়েবসাইট থেকে আমরা ৩০শে মার্চ৩০শে জুনের দুটি আর্টিকেল পাই যেখানে একটিতে বন্য জন্তুদের মোবাইলের স্ক্রিনের দ্বারা নিজের বাড়ির মধ্যে,বারান্দায়  অথবা রাস্তায় দেখতে পাবেন।  দ্বিতীয় আর্টিকেলে বলা হয়েছে  বিলুপ্ত প্রাণী ডাইনোসরকেও দেখা যাবে এই app এর দ্বারা।

এছাড়াও  Blog.Google  ও Travel +Leisure ওয়েবসাইট থেকে গুগলের AR Dinosaur feature সম্পর্কে বিবরণ পাই। 

নব্বইয়ের দশকের বিখ্যাত সিনেমা Jurassic  Park এর ফ্যানদের জন্য এই appটি বেশ রোমাঞ্চকর।  সিনেমার পর্দার ডাইনোসরকে তারা এখন এই  অ্যাপ্লিকেশনের দ্বারা নিজের বাড়িতে, নিজের আশেপাশে দেখতে পাবে।  

আমাদের অনুসন্ধানের দ্বারা এটি প্রমাণিত যে কাঁথিতে ডাইনোসর দেখতে পাওয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা গুগলের অ্যাপ্লিকেশনের কেরামতি। 

ব্যবহৃত টুলস

  • Google keyword search
  • Google blog
  • Articles related to AR app

ফলাফল

 বিভ্রান্তিকর Misleading

(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular