Fact Check
সিংহদের পাহারার মধ্যে নামাজ পড়ার ভাইরাল ছবি প্রকৃতপক্ষে এডিট করা
হোয়াট্সঅ্যাপের্ মাধ্যমে একটি ছবি ভেরিফাই করার জন্য আমাদের কাছে আসে। ছবিতে এক ব্যক্তি জঙ্গলের রাস্তায় বসে নামাজ পড়ছেন এবং তার পশে দেখা যাচ্ছে কিছু সিংহ রাস্তায় বসে আছে। ছবিটিতে লেখা বন্য প্রাণীরাও বুঝতে পেরেছে নামাজ পড়ার মাহাত্ম্য কি, এই ব্যক্তিকে নামাজ পড়ার সময় রাস্তা আটকে পাহারা দিচ্ছে সিংহরা।

কীওয়ার্ড দ্বারা খোঁজার পর ফেসবুকে ভাইরাল হওয়া এই ছবির কিছু পোস্ট খুঁজে পাই আমরা।

Fact check / Verification
বন্য এবং হিংস্র প্রাণী সিংহদের মাঝে বসে নামাজ পড়ার ছবিটি ভাইরাল হলেও অবিশ্বাস্য। ছবিটিকে গুগলে সার্চ করার পরেই এর আসল ছবি বেরিয়ে পরে। ২০১৬ থেকেই এই ছবিটি ইন্টারনেটে বিচরণ করছে। রিভার্স ইমেজ সার্চের পর কিছু রিপোর্টের লিংক ও ইউটুবের লিংক পাই। Pinterest থেকে পাওয়া ইউটুবে এই ভিডিওটি ২০১৬ সালের ২৭শে নভেম্বর মাসে আপলোড করে হয়েছিল।ভিডিওটিতে দেখানো হয়েছে দক্ষিণ আফ্রিকার কুর্গের জাতীয় উদ্যানে প্রাপ্তবয়স্ক সিংহরা কিভাবে জঙ্গলের রাস্তার মাঝে বসে আছে এবং পর্যটকদের গাড়ি তাদের দেখে দূরেই আটকে গেছে। কিন্তু কোথাও কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না রাস্তায় বসে নামাজ পড়তে। অর্থাৎ ভাইরাল ছবিতে এডিট করে ঐ ব্যক্তির ছবি দেওয়া হয়েছে।
এছাড়াও ২০১৯ সালে Storypic ও India Today তে কুর্গের পার্কে সিংহদের রাস্তা আটকে বসে থাকার ভাইরাল ভিডিও নিয়ে লেখা রিপোর্ট আমরা পাই।

Conclusion
জঙ্গলের রাস্তায় নামাজ পড়ছে এবং ঐ ব্যক্তিকে ঘিরে বসে আছে কিছু সিংহ, ভাইরাল এই ছবিটি এডিট করা। আসল ছবিতে সিংহদের দেখা গেলেও কোনো ব্যক্তিকে নামাজ পড়তে দেখা যায়নি।
Result – Fabricated content
Our sources
YouTube Video – https://www.youtube.com/watch?v=c8i0hjegneY&feature=emb_title
India Today-https://www.storypick.com/lions-kruger-national-park-traffic/
Storypick –https://www.storypick.com/lions-kruger-national-park-traffic/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।