Friday, December 5, 2025

Fact Check

Jyoti Malhotra: গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে বাম নেতা সৃজন ভট্টাচার্য? ভাইরাল ছবিটির সত্যতা জানুন

Written By Tanujit Das, Edited By Chayan Kundu
May 20, 2025
banner_image

Claim

image

বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) ছবি ভাইরাল।

Fact

image

জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) সঙ্গে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।

পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে সম্প্রতি ইউটিউবার তথা কনটেন্ট ক্রিয়েটর জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) গ্রেফতার করেছে পুলিশ। ট্র্যাভেল ভিডিয়ো বানানোর অছিলায় ভারতীয় সেনা ও দেশের বিভিন্ন সংবেদনশীল স্থান সম্পর্কে তথ্য, পাকিস্তানের কাছে পাচার করারও অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে। এমনকী দেখা গিয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও ভ্রমণ করেছিল অভিযুক্ত।   

এই পরিস্থিতিতে, বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে সরাসরি লেখা হয়েছে, “পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রার সাথে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য!!!!” 

পোস্টের আর্কাইভ লিঙ্কগুলো দেখা যাবে এখানে, এখানে। 

Fact Check/ Verification

ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) সঙ্গে অন্য একজন মহিলাকে দেখা যাচ্ছে। 

তদন্তে দেখা গিয়েছে যে, গত ২৩ এপ্রিল, Purbadri Podder নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ধরনের একটি ছবি পোস্ট করা হয়েছিল। সঙ্গে ক্যাপশন ছিল, “এখনও যারা খরার পাশে জড়ার পাশে স্বপ্নময় এখনও যারা ধার ধারে না, আর কত ঠিক শক্তিক্ষয় এখনও যারা ভাঙছে, তবু মারতে পারা যাচ্ছে না আমরা কেবল তাদের,চাপা আগুন মাখা সলতে চাই ব্রিগেড ২০২৫”।  সেখান থেকে বোঝা যায় যে, সম্প্রতি বামেদের আয়োজিত ব্রিগেড সম্মেলনের দিন ছবিটি তোলা হয়েছিল। ওই পোস্টে সৃজন ভট্টাচার্যকে ট্যাগও করেছিলেন মহিলা। 

দুটো ছবি পাশাপাশি রেখে দেখলেই বোঝা যায় যে, সৃজন ভট্টাচার্যের পাশ থাকা মহিলাটি  ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) নন।

প্রোফাইলেই ব্রিগেড সমাবেশের আরও ছবি পোস্ট করেছিলেন Purbadri Podder

প্রোফাইলটি খতিয়ে দেখলে জানা যায় যে, বহু মানুষ Purbadri Podder-কে উল্লেখ করে ভাইরাল ছবিটি পোস্ট করেছেন এবং আসল সত্যিটা সামনে এনেছেন। তেমনই একটা পোস্টের কমেন্টে ধন্যবাদজ্ঞাপনও করেছেন Purbadri Podder। 

আরও তথ্য জানতে Newschecker-এর তরফে Purbadri Podder-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাঁর প্রতিক্রিয়া পেলে এই প্রতিবেদনটি আপডেট করা হবে।

Conclusion

কিন্তু এখনও পাওয়া তথ্যের ভিত্তিতে এটা স্পষ্ট যে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) সঙ্গে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।

Sources
Facebook Post by Purbadri Podder

RESULT
imageAltered Photo/Video
image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,439

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage