Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) ছবি ভাইরাল।
জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) সঙ্গে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে সম্প্রতি ইউটিউবার তথা কনটেন্ট ক্রিয়েটর জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) গ্রেফতার করেছে পুলিশ। ট্র্যাভেল ভিডিয়ো বানানোর অছিলায় ভারতীয় সেনা ও দেশের বিভিন্ন সংবেদনশীল স্থান সম্পর্কে তথ্য, পাকিস্তানের কাছে পাচার করারও অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে। এমনকী দেখা গিয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও ভ্রমণ করেছিল অভিযুক্ত।
এই পরিস্থিতিতে, বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে সরাসরি লেখা হয়েছে, “পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রার সাথে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য!!!!”

পোস্টের আর্কাইভ লিঙ্কগুলো দেখা যাবে এখানে, এখানে।
ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) সঙ্গে অন্য একজন মহিলাকে দেখা যাচ্ছে।
তদন্তে দেখা গিয়েছে যে, গত ২৩ এপ্রিল, Purbadri Podder নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ধরনের একটি ছবি পোস্ট করা হয়েছিল। সঙ্গে ক্যাপশন ছিল, “এখনও যারা খরার পাশে জড়ার পাশে স্বপ্নময় এখনও যারা ধার ধারে না, আর কত ঠিক শক্তিক্ষয় এখনও যারা ভাঙছে, তবু মারতে পারা যাচ্ছে না আমরা কেবল তাদের,চাপা আগুন মাখা সলতে চাই ব্রিগেড ২০২৫”। সেখান থেকে বোঝা যায় যে, সম্প্রতি বামেদের আয়োজিত ব্রিগেড সম্মেলনের দিন ছবিটি তোলা হয়েছিল। ওই পোস্টে সৃজন ভট্টাচার্যকে ট্যাগও করেছিলেন মহিলা।
দুটো ছবি পাশাপাশি রেখে দেখলেই বোঝা যায় যে, সৃজন ভট্টাচার্যের পাশ থাকা মহিলাটি ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) নন।

প্রোফাইলেই ব্রিগেড সমাবেশের আরও ছবি পোস্ট করেছিলেন Purbadri Podder।
প্রোফাইলটি খতিয়ে দেখলে জানা যায় যে, বহু মানুষ Purbadri Podder-কে উল্লেখ করে ভাইরাল ছবিটি পোস্ট করেছেন এবং আসল সত্যিটা সামনে এনেছেন। তেমনই একটা পোস্টের কমেন্টে ধন্যবাদজ্ঞাপনও করেছেন Purbadri Podder।
আরও তথ্য জানতে Newschecker-এর তরফে Purbadri Podder-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাঁর প্রতিক্রিয়া পেলে এই প্রতিবেদনটি আপডেট করা হবে।
কিন্তু এখনও পাওয়া তথ্যের ভিত্তিতে এটা স্পষ্ট যে, গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) সঙ্গে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) নেতা সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya) ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
Sources
Facebook Post by Purbadri Podder
Tanujit Das
December 6, 2025
Runjay Kumar
December 5, 2025
Kushel Madhusoodan
October 27, 2025