মঙ্গলবার, অক্টোবর 22, 2024
মঙ্গলবার, অক্টোবর 22, 2024

HomeFact CheckFact Check: সায়েন্সসিটি মোড়ে চলন্ত গাড়িতে আগুন? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

Fact Check: সায়েন্সসিটি মোড়ে চলন্ত গাড়িতে আগুন? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

Claim

কলকাতার সায়েন্সসিটি মোড়ে চলন্ত গাড়িতে আগুন।

Fact

ভাইরাল ভিডিয়োর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে Rajasthan Tak-এর অফিশিয়াল ইউটিউব চ্য়ানেলে, ১২ অক্টোবর পোস্ট হওয়া একই ধরনের একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, জয়পুরের সোদালা এলাকায় একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। সময় থাকতেই গাড়ি থেকে নেমে পড়েন চালক ও যাত্রীরা। কোনক্রমে তাঁরা প্রাণে বাঁচেন। গোটা ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত হয়ে যায়। ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়।

এছাড়া, NDTVRajasthan Patrika-র অফিশিয়াল ইউটিউব চ্য়ানেলেও দুর্ঘটনা সংক্রান্ত একই ভিডিয়ো, একই তথ্য়-সহ দেখতে পাওয়া যায়।

Result: Partly False

Sources
Video by  Rajasthan Tak, Dated OCtober 12, 2024
Video by  NDTV, Dated OCtober 12, 2024
Video by  Rajasthan Patrika, Dated October 12, 2024

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular