Authors
Claim
চট্টগ্রাম কারাগারের মধ্য়ে পুজো করছেন গ্রেফতার হওয়া ইস্কন সন্ন্য়াসী চিন্ময় কৃষ্ণ দাস।
Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১৯ নভেম্বর, চিন্ময় কৃষ্ণ দাসের অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছিল। যার মধ্য়ে ভাইরাল ছবিটিও দেখতে পাওয়া যায়। ওই পোস্টের সঙ্গে লেখা ছিল, “মায়ের ৫১ পীটের অন্যতম সীতাকুণ্ডস্থ ভবানী মায়ের মন্দির এবং ভৈরব মন্দির ও বিশ্বনাথ মন্দিরে জগতের সকল শুভ শক্তির মঙ্গল কামনায় পূজা প্রদান ও প্রার্থনা নিবেদন।”
ভাইরাল ছবির সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের ফেসবুক পেজের ছবিটির তুলনা করলেই বোঝা যায় যে, ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
যদিও আমরা সতন্ত্র ভাবে নিশ্চিত করতে পারিনি যে চিন্ময় কৃষ্ণ দাস জেলবন্দি অবস্থায় পুজো করার সুযোগ পাচ্ছেন কিনা। তবে এটা নিশ্চিত যে ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।
Result: Altered Image
Sources
Facebook Post on Chinmoy Krishna Das’s official page
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।