বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: সন্ন্য়াসীদের হাত থেকে আশির্বাদ নিচ্ছেন শেখ হাসিনা? না, আসল ছবিটি...

Fact Check: সন্ন্য়াসীদের হাত থেকে আশির্বাদ নিচ্ছেন শেখ হাসিনা? না, আসল ছবিটি রাহুল গান্ধীর

Claim: শেখ হাসিনা বাংলাদেশে মুসলিম এবং ভারতে তিনি হিন্দুদের রীতিনীতি মানেন।

Fact: ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড।

প্রবল বিক্ষোভের মুখে পড়ে, ৫ অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। সূত্রের খবর, এরপর ওপাড় থেকে নয়াদিল্লিতে পালিয়ে এসে, নিশ্ছিদ্র নিরাপত্তায় আত্মগোপন করে রয়েছেন আওয়ামি লিগের প্রধান নেত্রী। এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়ায় শেখ হাসিনার একটি ছবি খুব ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে হিন্দু সন্ন্য়াসীদের হাত থেকে আশির্বাদ নিতে দেখা যাচ্ছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, শেখ হাসিনা বাংলাদেশে মুসলিম এবং ভারতে তিনি হিন্দুদের রীতিনীতি মানেন।

Fact Check/ Verification

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর একই ধরনের ছবি সম্বলিত একটি প্রতিবেদন Abp Liveএর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। তবে, ছবিটিতে শেখ হাসিনা নয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সন্ন্য়াসীদের হাত থেকে আশির্বাদ নিতে দেখা যাচ্ছে। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ করার সময় তিরুবদন্তপুরমের শিবগিরি মঠে গিয়েছিলেন এবং মঠের সন্ত শ্রী নারায়ণ গুরুকে শ্রদ্ধা জানিয়েছিলেন। 

একই দিনে, একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল Times Of Indiaর ওয়েবসাইটেও।

আরও খুঁজলে দেখা যায় যে, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলেও রাহুল গান্ধীর সফরের ছবি প্রকাশ করা হয়েছিল। 

ভাইরাল ছবির সঙ্গে রাহুল গান্ধীর ছবিটির তুলনা করলেই দেখা যায় যে, দুটো ছবির মধ্য়ে সবকিছুতেই মিল রয়েছে। কেবলমাত্র রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনার ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

Conclusion

সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড। 

Result: Altered Image

Sources
Report by Abp Live, Dated September 14, 2022
Report by Times Of India, Dated September 14, 2022
X post by Congress 

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular