রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ‘হরে কৃষ্ণ’ ভজনে মেতে উঠল সৌদি আরবের কনসার্ট হল? বিপুল...

Fact Check: ‘হরে কৃষ্ণ’ ভজনে মেতে উঠল সৌদি আরবের কনসার্ট হল? বিপুল ভাইরাল এই ভিডিয়োর সত্য়তা জানুন 

Claim: সৌদি আরবের মত ইসলামিক দেশে শুরু হয়ে গিয়েছে ‘হরে কৃষ্ণ’ সংকীর্তন।

Fact: ভাইরাল ভিডিয়োটি এডিটেড বা সম্পাদিত। 

সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো খুব ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, একটি জাঁকজমকপূর্ণ কনসার্টের মঞ্চে ‘হরে কৃষ্ণ’ ভজন চলছে। আর প্রচুর মানুষ সেই তালে মেতে উঠেছেন এবং সকলে উপভোগ করছেন। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, “সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে হরে কৃষ্ণের নাম সৌদি আরবের মত মুসলিম দেশে শুরু হয়ে গেছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন।” (পোস্টের বানানে কোনও পরিবর্তন করা হয়নি)

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োর উপরে ‘Radwan Ahmed’ লেখা একটি ওয়াটার মার্ক দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে সার্চ করলে, ইনস্টাগ্রামে Radwan Ahmed অ্য়াকাউন্টি খুঁজে পাওয়া যায় এবং দেখা যায় ৮ জুন একই ভিডিয়ো ওই অ্য়াকাউন্টে পোস্ট করা হয়। তবে সেই ভিডিয়োতে ‘হরে কৃষ্ণ’ ভজন শুনতে পাওয়া যায় না। বরং তার বদলে বহু বাদ্য়যন্ত্রের সম্মিলিত ধ্বনিতে গোটা কনসার্টজুড়ে একটি আনন্দের আবেশ তৈরি হতে দেখা যায়। 

পোস্টের কমেন্ট সেকশনে চোখ রাখলে দেখা যায়, Radwan Ahmed তরফে জানান হয়েছে যে, শিল্পীর নাম আব্দুল মাজিদ আব্দুল্লাহ এবং গানটির নাম ‘হালা বেশ’। 

আরও খুঁজলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৭ মে, সৌদি আরবের বিখ্য়াত সংগীত শিল্পী আব্দুল মাজিদ আব্দুল্লাহর (Abdul Majeed Abdullah) ইউটিউব চ্য়ানেলে কনসার্টের ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। যে ভিডিয়োর সঙ্গে ভাইরাল ভিডিয়োর হুবহু মিল পাওয়া যায়। 

এরপর জানা যায় যে, ২০২৪ সালের কুয়েত কনসার্টে ‘হালা বেশ’ গানটি গেয়েছিলেন আব্দুল মাজিদ আব্দুল্লাহর (Abdul Majeed Abdullah)। 

Conclusion

 অতএব, ভাইরাল ভিডিয়োটি এডিটেড বা সম্পাদিত। 

Result: Altered Video

Sources
Video by Abdul Majeed Abdullah

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular