Authors
Claim
ভারতে অজ্ঞাতবাসে এলাহি খাবার খাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Fact
ভাইরাল ইমেজটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ১৫ মার্চ একই ছবি স্বলিত একটি প্রতিবেদন ‘দৈনিক ইত্তেফাক’ সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত হয়ছিল। ওই প্রতিবেদনে লেখা হয়েছিল, “মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে কুমুদিনী পরিবারের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। প্রধানমন্ত্রীর জন্য ৩১ পদের বাঙ্গালি খাবারের আয়োজন করেছিলেন কুমুদিনী পরিবার। কাঁসার থালায় খাবার ও কাঁসার গ্লাসে পানি পান করেছেন প্রধানমন্ত্রী।”
Life TV 24 ও Sangbad Pratidin– এর ওয়েবসাইটেও খবরটি ওই সময়, একই তথ্য-সহ প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভারতে বসে শেখ হাসিনার এলাহি খাবার খাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি পুরনো, ২০১৯ সালের।
Result: False
Sources
Report by Dainik Ittefak
Report by Life TV 24, Sangbad Pratidin
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।