Authors
Claim
বাংলাদেশ ক্রিকেট দলের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন।
Fact
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, অগ্নিদগ্ধ বাড়িটি লিটন দাসের নয়, বরং সেটা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লিগের সাংসদ মাশরাফি মোর্তাজার বাড়ি। প্রথম আলো, Dhaka tribune ও UNB-র মতো একাধিক ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হয়েছে।
এরপর ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে এবং লিটন দাসেপ ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল খুঁজে দেখলেও, তাঁর বাড়িতে আগুন লাগানোর কোনও প্রমাণ মেলেনি।
সুতরাং এখন প্রমাণিত যে, বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়ায়েছে ভুয়ো খবর।
Result: False
Sources
Report by Dhaka tribune ও UNB
Video by Prothom Alo