Authors
Claim
আরজি কর কাণ্ডের মৃতার ময়নাতদন্ত বা পোস্টমর্টেমের সময় কেঁদে ফেলেছিলেন ডাক্তাররা।
Fact
ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ৮ জুলাই Hesty Rahmawati নামের একটি ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
সেই ভিডিয়োর উপরে ‘মালয়’ ভাষায় যে লেখাটি রয়েছে তার বাংলা করলে হয়, “ভগবানের ইচ্ছে পূরণ হয়েছে, ডাক্তাররা তো সাধারণ মানুষ”।
প্রসঙ্গত, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের প্রথম খবর প্রকাশ্যে এসেছিল ৯ অগাস্ট।
ভাইরাল ভিডিয়োটি আসলে কোন স্থানের সেটা জানতে না পারলেও, এখন এটা প্রমাণিত যে, তার সঙ্গে আরজি কর কাণ্ডের কোনও যোগ নেই।
Result: False
Sources
News Checker’s own investigation
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।