রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ভুল দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইন্দোরে পাথরবাজিতে অভিযুক্তদের শাস্তির পুরনো...

Fact Check: ভুল দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইন্দোরে পাথরবাজিতে অভিযুক্তদের শাস্তির পুরনো ভিডিয়ো

Claim

মধ্যপ্রদেশের ইন্দোরে ইদের দিন হিন্দুদের বাড়িতে পাথরবাজির অভিযোগ সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্তদের অর্ধনগ্ন করে, বেঁধে, রাস্তায় প্যারেড করালো নয়া মুখ্যমন্ত্রী মোহন যাদবের পুলিশ। (আর্কাইভ লিঙ্ক)

Fact

ভাইরাল ভিডিয়োটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ইটিভি ভারত ওয়েবসাইটে একই ধরনের ছবি সম্বলিত প্রতিবেদন দেখতে পাই। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ইন্দোরের সদরবাজার এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা এবং সেই থেকে পাথরবাজি শুরু হয়েছিল। ওই ঘটনায় দুই গোষ্ঠার বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের নাম ছিল, জুবের, মহম্মদ আমজাদ, মইন কুরেশি, ওয়াসিম, মহসিন মাশরুফ ও শাহরুখ।

এছাড়া India TV, Navbharat Times-এর মতো ওয়েবসাইটও ঘটনাটি খবরটি প্রকাশ করেছিল।  

এছাড়া আমরা জানতে পারি, যখন এই ঘটনাটি ঘটেছিল তখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান। ২০২৩ সালের ডেসম্বর মাসে নয়া মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোহন যাদব।

সুতরাং এখ এটা প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং মোহন যাদব নয়, শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘটনাটি ঘটেছিল।

Result: False

Sources
Article Published by ETV on 10th Sep 2023
Article Published by India TV on 9th Sep 2023
Article Published by NBT on 9th Sep 2023

Most Popular