Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: নিউইয়র্কে প্রকাশ্য়ে মলত্য়াগ করছেন এক ভারতীয় ব্য়ক্তি।
Fact: ভাইরাল ছবিতে যে যুবকটিকে প্রকাশ্য়ে মলত্য়াগ করতে দেখা যাচ্ছে তিনি ভারতীয় নন। বরং তিনি আমেরিকার বাসিন্দা। পাকিস্তানেও তাঁর পরিবার রয়েছে।
বাংলাদেশি সংবামাধ্য়ম ‘দৈনিক ইনকিলাব’-এর একটি খবরের স্ক্রিনশট বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে (আর্কাইভ লিঙ্ক)। ৩০ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনের ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে, একজন ব্য়ক্তি অর্ধনগ্ন অবস্থায় একটি ডাস্টবিনের উপর বসে রয়েছে এবং তার চারপাশ দিয়ে বহু সাধারণ মানুষ হেঁটে যাচ্ছেন। ওই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, “নিউইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মলত্যাগ! বিশ্বব্যাপী নিন্দার ঝড়”।
স্ক্রিনশট এবং শিরোনাম-সহ বহু মানুষ খবরটি ফেসবুকে পোস্ট করেছেন। যা দেখতে পাওয়া যাবে এখানে, এখানে ও এখানে।
ভাইরাল পোস্টের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, MR.Tahmidul নামের একটি ইউটিউব চ্য়ানেলে, ৩ জানুয়ারি একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। মজার করে যার শিরোনাম দেওয়া হয়েছিল, “Another world record by India”। ওই ভিডিয়োর উপরে ‘@princezee’ নামের একটি ওয়াটার মার্ক দেখতে পাওয়া যায়।
এরপর সার্চ করলে দেখা যায় যে, Princezee নামের একটি ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে ২০১৯ সালের ২২ অগাস্ট সম্পূর্ণ ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। পোস্টের বিবরণ থেকেই জানা যায় যে, ভিডিয়োটি নিউইয়র্কে রেকর্ড করা হয়েছিল।
তদন্ত আরও এগোলে দেখা যায় যে, ItsYaBoyMike নামের একটি ইউটিউব চ্য়ানেলের পডকাস্টে, ২০১৯ সালের ১০ অগাস্ট হাজির হয়েছিল Princezee। ওই সাক্ষাৎকারে থেকে জানা যায়, ভাইরাল ভিডিয়োতে ব্য়ক্তিকে দেখতো পাওয়া যাচ্ছে, তার আসল নাম ‘জিশান সোরায়া’। নিউইয়র্কেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা এবং তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর।
২০১৮ সালের ২ মে, Princezee-র নিজস্ব ইউটিউব চ্য়ানেলে পোস্ট করা ভিডিয়োতে দেখতে পাওয়া যায় যে, পাকিস্তানে নিজের পরিবারের সদস্য়দের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি।
সুতরাং এখান থেকে প্রমাণিত যে, ভাইরাল ছবিতে যে যুবকটিকে প্রকাশ্য়ে মলত্য়াগ করতে দেখা যাচ্ছে তিনি ভারতীয় নন। বরং তিনি আমেরিকার বাসিন্দা। পাকিস্তানেও তাঁর পরিবার রয়েছে।
Sources
Video posted by Princezee, Dated August 22, 2019
Video posted by Princezee, Dated May 2, 2018
Video posted by ItsYaBoyMike, Dated August 10, 2029
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 21, 2025
Tanujit Das
October 29, 2024