কিছু দিন আগে নতুন সংসদ ভবনের ভূমিপুজোর খবর পাওয়া যায়। সেই সংসদ ভবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে জুড়ে ভাইরাল হয়েছে এক দাবি। বলা হচ্ছে নতুন যে সংসদ ভবনের প্রস্তুতি চলছে তার নাম নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে। ফেসবুক ও টুইটারে ও এই একই দাবি ছড়িয়েছে।

Fact check / Verification
নতুন সংসদ ভবনের নাম নেতাজির নামে হবে কিনা এই দাবির কোথাও আমরা সঠিক কোনো প্রমান পাইনি। গুগল সার্চ করার পর নতুন সংসদ বিল্ডিংয়ের সম্পর্কে কোথাও লেখা হয়নি যে এর নাম নেতাজির নাম হবে। NDTV, Times of India, Live Mint এর তরফের খবরে জানা যায় বর্তমানের সংসদ ভবনটি ২০২১শে ১০০ বছর হবে। নতুন ভবনের কাজ ২০২২শে শেষ হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন এই সংসদ ভবন আত্মনির্ভরশীল ভারতের প্রতীক হয়ে উঠবে, ভারতের সংস্কৃতি, ঐতিহ্যের সাক্ষর বহন করবে এই সংসদ ভবন।

প্রধানমন্ত্রীর টুইটার প্রোফাইল থেকে ১০ই ডিসেম্বরে এর নতুন ভবনের ভূমি পুজোর পোস্ট আমরা পাই কিন্তু কোথাও এই নতুন ভবনের নাম নেতাজির নামে রাখা হবে তা বলা নেই। অর্থাৎ ভাইরাল এই দাবিটি ভুল সম্পূর্ণ।
Conclusion
নতুন সংসদ ভবনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম রাখা হয়নি। সোশ্যাল মিডিয়াতে সংসদ ভবনের নামকরণ নিয়ে ছড়ালো ভুল দাবি।
Result – Fake
Our sources
Time of India – https://timesofindia.indiatimes.com/india/new-parliament-building-all-you-need-to-know/articleshow/79588951.cms
PM Narendra Modi official twitter account –https://twitter.com/narendramodi/status/1336705755404148736
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।