Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
Claim: বাংলাদেশের যশোর জেলায় জিহাদের ডাক দেওয়া হয়েছে।
Fact: যশোরের মাদ্রাসার ভিডিয়োর কোনও জঙ্গি গোষ্ঠীর নয়। বরং সেটি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা’র একটি অংশ।
সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে, মুখ ঢাকা পোশাক পরে মঞ্চের উপর থেকে উগ্র ভাষণ দিচ্ছে এক ব্য়ক্তি এবং তার পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে আরও দুজন। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, বাংলাদেশের যশোর জেলায় জিহাদের ডাক দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “বাংলাদেশের যশোরে জিহাদের ডাক। দলে দলে জিহাদে যোগ দিন। জিহাদিস্তান থেকেই শুরু হবে খেলাফতের আন্দোলন।”
একই দাবি-সহ ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলাদেশের প্রখ্য়াত লেখিকা তসলিমা নাসরিন।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজিদ-ও ভিডিয়োটি পোস্ট করে সমালোচনা করেছেন।
ইন্টারনেটে এই বিষয়ে কি-ওয়ার্ড সার্চ করলে জানা যায় যে, ১৮ ডিসেম্বর Bangla Tribune ওয়েবসাইটে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, ভিডিয়োটি যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার এবং সেটি কোনও জঙ্গি সংগঠনের ভিডিয়ো নয়। বরং সেটি একটি ‘যেমন খুশি সাজো প্রতিযোগিতা’র ভিডিয়ো।
আরও সার্চ করলে দেখা যায় প্রতিযোগিতার ভিডিয়োটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে, ফেসবুকে এসে বিষয়টি স্পষ্ট করেছেন যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি লুৎফুর রহমান ফারুকি। তিনি জানিয়েছেন যে, ভিডিয়োটি ‘যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা’র একটি অংশ। মঞ্চের উপর থেকে আরবি ভাষায় যা বলা হয়েছে, সেখানে জঙ্গিবাদের কোনও কথা হয়নি। বরং অন্য়ায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। ভিডিয়োটির সঙ্গে জঙ্গিবাদের কোনও যোগ নেই। ছাত্রদের হাতে যে অস্ত্র দেখতে পাওয়া গিয়েছে, সেটা সত্য়ি নয়। বরং শোলার তৈরি।
যমুনা টিভির একটি প্রতিবেদন থেকে জানা যায় ভিডিয়োটির সঙ্গে জঙ্গিবাদের যোগ অস্বীকার করেছেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকি।
অতএব এখন এটা প্রমাণিত যে, যশোরের মাদ্রাসার ভিডিয়োর কোনও জঙ্গি গোষ্ঠীর নয়। বরং সেটি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা’র একটি অংশ।
Sources
Report by Bangla Tribune, Dated December 18, 2024
Report by Jamuna Television, Dated December 18, 2024
Facebook Post by Jessore Jamia Islamia Madrasa
Tanujit Das
February 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 31, 2025