Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের ভারতের পাবলিক পলিসির প্রধান আঁখি দাসকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সর্বত্র তাকে নিয়ে চর্চা চলছে কারণ তিনি সাম্প্রদায়িক পোস্ট ফেসবুকে দেওয়ার প্ররোচনা করেছেন। যদিও তিনি এরপর তার সমস্ত কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন।সম্প্রতি তাকে নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। দাবি করা হয়েছে তিনি ভারতের জাতীয় পতাকার রঙের কেক কেটেছেন। ভাইরাল পোস্টে বলা হয়েছে-
#জাতীয় #পতাকার #অপমান, দেশ ও জাতির অপমান। ফেসবুকের #আঁখি_দাস বর্তমানে চাড্ডি ও ঘেসোদের এজেন্ট জাতীয় পতাকার কেক বানিয়ে খুব মজা করে সেটা কাটছে।যদি এই কাজটা মুসলিম সমাজের কেউ করত তাহলে চাড্ডির বাচ্চারা ও #আইটি সেলের সেলের আটিরা আজ সাম্প্রদায়িক দাংগা বাঁধিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠত………
ধিক্কার #আঁখি দাস ছীঃ ছীঃ
ফেসবুকে আঁখি দাসের বিরুদ্ধে দাবি করে যে ছবিটি দেওয়া হয়েছে তা আঁখি দাসের নয় সঙ্গীতা বাহাদুরের। গুগল রিভার্স ইমেজ সার্চের পর জানতে পারি ভাইরাল ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি আঁখি দাস নয়, সঙ্গীতা বাহাদুর যিনি বেলারুশের ভারতীয় দূতাবাসের প্রধান রাষ্ট্রদূত।
গুগলে ওনার নাম লিখে খোঁজার পর ওনার ফেসবুক ও টুইটারের প্রোফাইল পাই। ফেসবুকের প্রোফাইল থেকে যে ছবিগুলো আমরা পাই সেখানে ওনাকে একই শাড়ী পরে দেখা গেছে যেই শাড়ীর ছবিটি ভাইরাল হয়েছে। সব ছবি গুলো দেখার পর জাতীয় পতাকার রঙের কেকের ছবিটি আমরা পাই।
ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের দিন বেলারুশের মিন্সকে ভারতীয় দূতাবাসের অফিসে আয়োজিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান। তার প্রোফাইল থেকে একটি পোস্ট পাই যেখানে তাকে ভারতমাতার উদ্দেশ্যে গান গাইতেও দেখা যাচ্ছে। দূতাবাসের অন্যান্য কর্মীদের সাথে তার ছবি, পতাকা উত্তোলন ও কেকের ছবি প্রমান করে ফেসবুকের পাবলিক পলিসির প্রধান আঁখি দাসের বিরুদ্ধে দাবি এনে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে সঙ্গীতা বাহাদুরের ছবি।
ফেসবুকে বেলারুশের ভারতীয় দূতাবাসের প্রোফাইল,তাদের ওয়েবসাইট ও বেলারুশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আমরা মিন্সকে ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস পালনের ছবি পাই।
ফেসবুকের ভারতীয় শাখায় পাবলিক পলিসির দ্বায়িত্বে থাকা আঁখি দাসকে নিয়ে দাবি করা হয়েছে বিজেপির হয়ে ফেসবুকে সাম্প্রদায়িক দাঙ্গা মূলক পোস্টকে প্ররোচনা দেওয়ার পর তিনি ভারতের পতাকার রঙের কেক কেটেছেন। এই দাবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও ছবিটিতে যে মহিলাকে দেখা যাচ্ছে এবং দাবি করা হচ্ছে উনি আঁখি দাস আসলে তিনি মহিলা বেলারুশের ভারতীয় দূতাবাসের প্রধান রাষ্ট্রদূত সঙ্গীতা বাহাদুর। তিনিই ৭৪তম স্বাধীনতা দিবসে তেরঙ্গা কেক কেটেছিলেন।
Sangeeta bahadur facebook post – https://www.facebook.com/sangeeta.bahadur/posts/10222481930175613
India in Belarus (Embassy of India, Minsk) facebook post – https://www.facebook.com/IndiaInBelarus/posts/2971051496334448
Belarusian State Medical University website – https://eng.bsmu.by/allarticles/rubric2/article261/#:~:text=On%20August%2015%2C%202020%2C%20a,international%20relations%3B%20Sah%20Rama%20Shankar%2C
Embassy of India Minsk Belarus website – https://www.indembminsk.in/?fbclid=IwAR0Fwkto0CJzpwOJtRBlkOvBpgTPAGonzLeWVf0SZDh4Npu3aJq3lZ88hUo
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।