Claim: পাকিস্তানে কবর থেকে নারীদের মৃতদেহ বের করে এনে চলছে ধর্ষণ
Fact: এই দাবিতে যে ছবি ভাইরাল হয়েছে তা হায়দ্রাবাদের, এবং যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল
ফেসবুকে সম্প্রতি কবরের ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কবরের উপর দরজা লাগিয়ে তাতে তালা ঝোলানো হয়েছে। পাকিস্তানে কবর থেকে মৃতদেহ তুলে তাদের সাথে চলছে নৃশংস অত্যাচার এই দাবি সমেত ছবিটি ভাইরাল হয়েছে।
রাজ্যের কিছু বিখ্যাত সংবাদ মাধ্যমে জী ২৪ঘন্টা, সংবাদ প্রতিদিন থেকেও মৃতদেহের সাথে এই নৃশংস কাহিনীর খবর ছাপা হয়েছে।



Fact check / Verification
পাকিস্তানে কবর থেকে মৃতদেহ তুলে তাদের সাথে চলছে নৃশংস অত্যাচার এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তা হায়দ্রাবাদের।
আমরা ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা NDTVর একটি রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে পাকিস্তানের নয়, এই ছবিটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের ছবি।
এই সূত্র ধরে আমাদের অনুসন্ধান এগিয়ে নিয়ে যাওয়ায় আমরা একটি ফেসবুক পোস্ট পাই যেখানে এই কবরের ছবিটি রয়েছে এবং সাথে বলা হয়েছে এই কবরের ছবিকে নিয়ে বেশকিছু ভারতীয় মিডিয়া চ্যানেল বিভ্রান্তি ছড়িয়েছে এই বলে যে এই কবরটি পাকিস্তানের। কিন্তু এটি হায়দ্রাবাদের মাদনাপেট গ্রামের মসজিদে সালার উল মূলকের কাছে। জলিলরাজার সাথে আমরা যোগাযোগ করলে তিনি জানান ছবিটিকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের দ্বারা যে দাবি করা হচ্ছে তা ভুল। এই কবরটি হায়দ্রাবাদের।
আমরা গুগলে স্থানটির নাম লিখে খোঁজার পর ওই কবরের ছবি পাই। গুগল ম্যাপের দ্বারা ওই কবরের ছবি ও ভাইরাল ছবিটিও খুঁজে পাই।

আমরা ওই কবরের কিছু দূরের একটি মুদি দোকানের মালিকের সাথে যোগাযোগ করি। তিনি জানিয়েছেন এই ছবিটি ওনার দোকান থেকে প্রায় আধা কিলোমিটার দূরের। হায়দ্রাবাদের এই দোকানীও বলেছেন এটি পাকিস্তানের কবরের ছবি না, এই ছবিটিকে নিয়ে যা দাবি করা হয়েছে তাও ভুল। মূলত কবরকে সুরক্ষিত রাখার জন্য, কেউ যাতে ওই একই কবরের উপর অন্য কবর দিতে না পারে বা ডিঙিয়ে না যায় তাই এই ব্যবস্থা।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাকিস্তানে কবর থেকে মৃতদেহ তুলে তাদের সাথে চলছে নৃশংস অত্যাচার এই দাবি সমেত যে ছবি ছড়িয়েছে তা আসলে হায়দ্রাবাদের।
Result: False
Our Sources
Facebook post
Ground Verification
(With inputs from MD Zakaria)
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।