Authors
Claim
ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ছবি-সহ ফেসবুকে ভাইরাল DBCNews-এর একটি নিউজকার্ড। যেখানে লেখা রয়েছে, “শেখ হাসিনা: কে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম আমাদের দেওয়ার আশ্বাস দেন ডিবি জিজ্ঞাবাদে: ইসকন নেতা” ( ভাইরাল দাবির বানানে কোনও পরিবর্তন করা হয়নি)
Fact
শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারলে চট্টগ্রাম আমাদের হবে এই লেখা সমেত যে নিউজকার্ডটি ভাইরাল হয়েছে তা পুরোপুরি ভুয়ো। এই ভাইরাল নিউজকার্ডটির সত্যতা জানার জন্য অনুসন্ধান শুরু করি। ডিবিসি নিউজের ফেসবুক পেজে আমরা এই ধরণের কোনও কার্ড পাইনি।
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যে যে সংবাদগুলো এই চ্যানেল থেকে প্রকাশিত করা হয়েছে আমরা সেগুলোকে যাচাই করা শুরু করি। এই পর্যায়ে আমরা দেখতে পাই, উক্ত সংবাদমাধ্যমের ফেসবুক পেজ, ২৬শে নভেম্বরে প্রকাশিত একটি নিউজকার্ড, যার সঙ্গে ভাইরাল নিউজকার্ডটির ছবির সাদৃশ্য রয়েছে। তবে ওই নিউজকার্ডটিতে লেখা রয়েছে, “রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ”
এই নিউজকার্ডের কোথাও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা লেখা নেই এবং ঢাকা গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের কী কী কথোপকথন হয়েছে তার উল্লেখ নেই। অর্থাৎ এই নিউজকার্ডটি ভুয়ো।
অন্যদিকে ভাইরাল কার্ডটিকে ভালো করে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে, এটি লেখার মধ্যে রয়েছে বিস্তর ভুল। যেমন ‘শেখ হাসিনাকে’ না লিখে, লেখা হয়েছে ‘শেখ হাসিনা: কে’ যা মূলত কোনও সংবাদমাধ্যমে লেখা হয় না।
এই প্রতিবেদনে আমরা DBCNews-এর নিউজকার্ডটির সত্যতা যাচাই করেছি। তবে ঢাকা গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ইস্কন সন্নাসী চিন্ময় কৃষ্ণ দাসের কী কী কথাবার্তা হয়েছে, সেই তথ্য যাচাই করিনি।
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত, ফেসবুকে DBCNews ,এর ভাইরাল নিউজকার্ডটি ভুয়ো।
Result: Altered Media
Sources
Facebook post of DBCNews, Dated November 26, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।