Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
চলমান ভারত-পাকিস্তান সংঘর্ষে (India-Pakistan Conflict) শহিদ হয়েছেন বিএসএফ-এর সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ ও দেশের প্রথম অনডিউটি মহিলা অফিসার, মাত্র ২৭ বছরের কিরণ শেখাওয়াত (Lt Kiran Shekhawat)।
বিএসএফ-এর সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, খবরটি সত্যি। গত১০ মে, ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) সময়, জম্মু-কাশ্মীরের আর এস পুরা সেক্টরে শত্রুপক্ষের আক্রমণে শহিদ হন বিএসএফ-এর সাব-ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ।
কিরণ শেখাওয়াতের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, ২০১৫ সালের ১১ এপ্রিল Hindustan Times ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। সেখান থেকে জানা যায় যে, ওই বছরই গোয়াতে প্রশিক্ষণের সময় বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন ভারতীয় বায়ুসেনার লেফটেন্যান্ট কিরণ শেখাওয়াত (Lt Kiran Shekhawat)।
একই সময়ে, India TV News, Tribune india ও Indian Express ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, লেফটেন্যান্ট কিরণ শেখাওয়াত (Lt Kiran Shekhawat) হলেন প্রথম মহিলা, যিনি লাইন অফ ডিউটিতে শহিদ হয়েছিলেন।
অতএব এখন বোঝা যাচ্ছে যে, ভাইরাল পোস্টটি পুরোপুরি সত্যি নয়। চলমান ভারত-পাকিস্তান সংঘর্ষে (India-Pakistan Conflict) লেফটেন্যান্ট কিরণ শেখাওয়াতের (Lt Kiran Shekhawat) শহিদ হওয়ার তথ্যটি ভুয়ো।
Sources
Report by NDTV, dated May 10, 2025
Report by Hindustan Times, dated April 11, 2015
Tanujit Das
June 7, 2025
Tanujit Das
May 31, 2025
Tanujit Das
May 30, 2025