রমজান মাসে ইফতারের আয়োজন করে ইতিমধ্যে সোশ্য়াল মিডিয়ায় চর্চার বিষয হয়ে উঠেছেন রাজনীতিতে যোগ দেওয়া দক্ষিণী সুপারস্টার থাকাপতি বিজয়। তাঁর এই পদক্ষেপ নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একদল যেমন বিজয়ে প্রশংসা করেছেন। অন্যরা করেছেন কঠোর সমালোচনা।
এই পরিস্থিতিতে আরও এক দক্ষিণী সুপারস্টার তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র শরিক জনসেনা পার্টির প্রধান, পবন কল্যাণের একটি ভিডিয়ো বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় খুব ভাইরাল। যেখানে তাঁকে ফেজ টুপি পরে, সংখ্যালঘুদের সঙ্গে বসে বিরিয়ানি খেতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “সংখ্যালঘুদের জন্য ইফতারের আয়োজন করা বিজয়ের জন্য মোদি সমর্থকরা কাঁদছে। #যখন তাদের সনাতন যোদ্ধা পবন কল্যাণ বিরিয়ানি খাচ্ছিলেন, তখন এই জোকাররা কোথায় ছিল”

Fact Check/ Verification
ভাইারল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ২৫ মার্চ, একই ভিডিয়ো Around Telugu নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। যা থেকে জানা যায় যে, ওই সময়ে গুন্তুরে বিরিয়ানি খেয়েছিলেন জনসেনা পার্টির প্রধান, পবন কল্যাণ।
Daily Culture নামের আরও একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে একই তথ্য-সহ ভিডিয়োটি দেখতে পাওয়া যায়।
The Hans India ওয়েবসাইটে পাওয়া তথ্য থেকে জানা যায় যে, গুন্তুরে জনসেনা প্রার্থীর বাড়িতে ওই সময় বিরিয়ানি খেয়েছিলেন পবন কল্যাণ।
Conclusion
সুতরাং এটা স্পষ্ট যে, পবন কল্যাণের বিরিয়ানি খাওয়ার ভাইরাল ভিডিয়োটি পুরনো।
Sources
Video by Around Telugu, Dated March 25, 2019
Video by Daily Culture, Dated March 25, 2019
Report by The Hans India, Dated March 25, 2019
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z