Authors
Claim: জাপানে একদিনে ১৫৫ বার ভূমিকম্পে লণ্ডভণ্ড সমস্ত কিছু এই দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে
Fact: ভিডিওটিতে কিছু দৃশ্য এমন আছে যা ২০১১ সালের, সাম্প্রতিক ঘটনার দাবিতে ছড়িয়েছে
ফেসবুকে জাপানের সাম্প্রতিক সুনামির আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে জাপানের মাটি ১৫৫ বার ভূমিকম্পে কেঁপে ওঠায় সুনামিতে লণ্ডভণ্ড সবকিছু। এই দাবির সাথে যে ভিডিওটি রয়েছে তাতে দেখা যাচ্ছে নিমেষের মধ্যে ফুঁলে ওঠা সমুদ্রের জল গ্রাস করেছে বাড়ি, গাড়ি এমনকি ছোট জাহাজও। ভিডিওর একটি অংশে দেখা যাচ্ছে জলের তোড়ে ভেসে যাচ্ছে একটি বোট। এমনকি একটি বোট ভাসতে ভাসতে সামনের একটি ফ্লাইওভারের সাথে ধাক্কা খেয়ে খেলনার মতো দুমড়ে মুছড়ে গেলো।
Fact check/ Verification
ফেসবুকে জাপানের সাম্প্রতিক সুনামির আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও।
সাম্প্রতিক সুনামির নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার কিছু কিছু দৃশ্য ২০১১ সালের সুনামির। ভাইরাল ভিডিও থেকে কীফ্রেম বের করে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি সাথে ইউটিউবেও কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান করি।
Rachid82UK এর ইউটিউব চ্যানেল থেকে ২০১১ সালের জাপানের সুনামির ভিডিও পাই যার সাথে ফেসবুকে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
এছাড়াও আমরা ANNnewsCH চ্যানেল থেকেও আমরা যে ভিডিওটি পেয়েছি সেখানে বোটের দুমড়ে মুছড়ে যাওয়ার দৃশ্যটি পেয়েছি। ২০১১ সালে জাপানের সুনামির ভিডিও বর্তমান ভূমিকম্পের আবহে ছড়িয়েছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে জাপানের সাম্প্রতিক সুনামির আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো পুরোনো ভিডিও। ২০১১ সালের ভয়ঙ্কর সুনামির ভিডিও সাম্প্রতিক সুনামির ভিডিওর আবহে ছড়িয়েছে।
Result: Missing Context
Sources
YouTube Video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।