Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
উত্তর প্রদেশের হাথরাসের ধর্ষণের ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু অপ্রাসঙ্গিক ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তিকে রক্ত মাখা জামা পরে হাতে একটি কাটা মাথা হাতে নিয়ে পুলিশ স্টেশনে যেতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে বোনকে ধর্ষণ করার জন্য বড়োভাই ধর্ষকের মাথা কেটে থানায় হাজির হয়েছে।
ফেসবুকে দেদার শেয়ার হয়েছে এই ভিডিওটি।
https://www.facebook.com/tanmoykhan.tanmoykhan.581/videos/756094335232981
https://www.facebook.com/mil.key.372/videos/344934263594285
কিছু পোস্টও ভাইরাল হয়েছে এই ব্যক্তির ভিডিওটি নিয়ে।
Fact check / Verification
কাটামাথা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করার এই ভিডিওটি ২০১৮ সালের এবং এর সাথে যে দাবি করা হয়েছে তাও সঠিক নয়। ভাইরাল এই ভিডিওটির Invid টুলের দ্বারা কিছু ফ্রেমে ভেঙে নিই, এরপর সার্চ করার পর vk.com এর লিংক পাই যেখানে এই ভিডিওটিকে ২০২০ সালের মার্চ মাসে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটি শোনার পর বোঝা যায় এই ভিডিওটি দক্ষিণ ভারতের। আমরা কিছু কীওয়ার্ড দিয়ে গুগলে খোঁজ করা শুরু করার পর ২০১৮ সালের NDTV এর রিপোর্ট পাই। কর্ণাটকের মাণ্ডায় এই ঘটনা ঘটেছে। যে ব্যক্তিকে ভিডিওতে দেখা যাচ্ছে তার নাম পশুপতি, তার বন্ধু গিরিশের সাথে কথা কাটাকাটি শুরু হওয়ার পর গিরিশ পশুপতির মার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে বসে। এর পর গিরিশের ধর থেকে মাথা কেটে সেই কাটা মাথা নিয়ে পুলিশের কাছে যায়।
Hindustan Times, The Logical Indian এর রিপোর্ট অনুযায়ী কর্নাটকে সেপ্টেম্বর মাসে এটি তিন নম্বর ঘটনা। মৃত গিরিশ ও পশুপতি ভালো বন্ধু ছিল বলে জানায় এসপি দেবরাজ,যদিও বচসার কারণে ও মাকে উদ্দেশ্য করে কটূক্তি করা জন্য পশুপতি তার বন্ধুর মাথা কেটে ফেলে।
Conclusion
কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার ভিডিওটিতে মৃত ব্যক্তি ধর্ষক নয়। দুই বন্ধুর মধ্যে গোলযোগের জেরে ও কাটা মাথা হাতে ধরে যে ব্যক্তি তার মায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করার জন্য এই দুর্ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
Result – Misleading
Our sources
The Logical Indian –https://thelogicalindian.com/news/karnataka-third-beheading/
Hindustan Times – https://www.hindustantimes.com/india-news/man-s-head-cut-off-after-quarrel-third-beheading-case-in-karnataka-this-month/story-jRnx4rH3SLJ25hbBxLgWvO.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.