Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
২২ সেপ্টেম্বর ২০২৫-এ কলকাতায় মেঘভাঙা বৃষ্টির দৃশ্য।
ভিডিয়োটি কলকাতার নয়। এটি অসমের গুয়াহাটির চাঁদমারি এলাকায় জল পাইপ ফেটে যাওয়ার ঘটনা।
২২ সেপ্টেম্বর, ২০২৫-এর রাত থেকে ২৩ সেপ্টেম্বর সকাল, প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত আড়াইটে থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে, সেটাকে কলকাতার মেঘভাঙা বৃষ্টির দৃশ্য বলে দাবি করা হয়েছে।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চে ধরা পড়ে যে, ২০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, NENewsTV– অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একই ধরনের ভিডিয়ো আপলোড করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, অসমের গুয়াহাটির চাঁদমারি এলাকায়, একটি জলের পাইপ ফেটে গিয়েছিল। যার ফলে মাটি থেকে অনেক উচুঁ পর্যন্ত ফোয়ারার মতো জল উঠে গিয়েছিল।
অসমের আরও দুটো সংবাদমাধ্যম Pratidin Time ও Sentinel Assam-এর ওয়েবসাইটে একই খবর প্রকাশিত হয়েছিল।
সুতরাং তথ্য-প্রমাণ থেকে স্পষ্ট যে ভাইরাল ভিডিয়োটি কলকাতার মেঘভাঙা বৃষ্টির নয়। ভিডিয়োটি অসমে জলেপ পাইপ ফেটে যাওয়ার।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিয়োটি কি কলকাতার মেঘভাঙা বৃষ্টির?
না, ভিডিয়োটির সঙ্গে কলকাতার বৃষ্টির কোনো সম্পর্ক নেই।
প্রশ্ন ২: ভিডিয়োটি আসলে কোথায় ধারণ করা হয়েছে?
ভিডিয়োটি অসমের গুয়াহাটির চাঁদমারি এলাকায় ধারণ করা হয়েছে।
প্রশ্ন ৩: ভিডিয়োতে দেখা জলের উত্স কী?
এটি বৃষ্টির কারণে নয়, বরং একটি ফাটা জল পাইপের কারণে ফোয়ারার মতো পানি বের হচ্ছিল।
প্রশ্ন ৪: কোন সংবাদমাধ্যম ভিডিয়োর সত্যতা নিশ্চিত করেছে?
NENewsTV, Pratidin Time এবং Sentinel Assam ভিডিয়োটির সত্যতা প্রকাশ করেছে।
প্রশ্ন ৫: কেন ভিডিয়োটি কলকাতার নামে ছড়ানো হলো?
কারণ একই সময়ে কলকাতায় প্রবল বর্ষণে জলমগ্ন অবস্থা তৈরি হয়েছিল, তাই বিভ্রান্তি ছড়াতে এটি ব্যবহার করা হয়।
Sources
X post by NENewsTV
Report by Pratidin Time
Report by Sentinel Assam
Tanujit Das
October 3, 2025
Tanujit Das
August 9, 2025
Tanujit Das
August 9, 2025