একটি স্যুটকেসের মধ্যে মৃতদেহের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব ছড়াচ্ছে। যা পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, আক্রম নামে এক মুসলিম ব্যক্তি লাভ জিহাদের নামে এক হিন্দু মহিলাকে খুন করে, তার মৃতদেহ একটি স্যুটকেসে ভরে ফেলে দিয়েছে। ভিডিয়োটি X হ্যান্ডেলে পোস্ট করে হিন্দিতে লেখা হয়েছে, “বাংলায়, একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে হত্যা করে এবং তার দেহ একটি স্যুটকেসে ভরে রেখেছে আক্রম।” লাভ জিহাদের ফলে প্রতিদিন হাজার হাজার হিন্দু মেয়ে খুন, ধর্ষণ এবং ডাকাতি হয়।”

Fact Check/ verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্ত করলে, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে Crime Tak-এর ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করা একটি ভিডিয়ো খুঁজে পাই। প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি, কলকাতার কুমোরটুলি এলাকায়, দুই মহিলাতে স্যুটকেস হাতে ঘুরতে দেখলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা প্রথমে ওই দুই মহিলাকে থামান। মহিলারা জানিয়েছিল যে, স্যুটকেসে কুকুরের দেহাবশেষ রয়েছে। যা তারা গঙ্গায় ভাসাতে এসেছিল। তবে, পুলিশ এসে ব্যাগটি খুললে, তাতে এক মহিলার মৃতদেহ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের সময়, স্যুটকেস-সহ ধরা পড়া দুই মহিলা মা ও মেয়ে বলে জানা যায় এবং মৃতদেহটি তার আত্মীয়ের ছিল। অভিযুক্তদের নাম ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। মৃত মহিলার নাম সুমিতা ঘোষ।
২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইন্ডিয়া টুডে-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয় যে, মৃত সুমিতা ঘোষ মূলত অসমের জোরহাটের বাসিন্দা ছিলেন এবং স্বামীর থেকে আলাদা থাকতেন। ১১ ফেব্রুয়ারি থেকে অভিযুক্তদের সঙ্গে থাকছিলেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মিলেনিয়াম পোস্ট ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, মামলাটি মধ্যমগ্রাম থানায় হস্তান্তর করা হয় এবং অভিযুক্তদের বারাসত আদালতে পেশ করা হয়। তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
News Checker-এর তরফে মধ্যমগ্রাম থানার অফিসার সতীনাথ চট্টরাজের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে, ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই। অভিযুক্ত দু’জনেই মৃতার আত্মীয়া ছিলেন।
Conclusion
তদন্তে পাওয়া প্রমাণ থেকে এটা স্পষ্ট যে, লাভ জিহাদের ফলে বাংলায় একজন হিন্দু মেয়েকে হত্যা করে স্যুটকেসে ভরে রাখার দাবিটি ভুয়ো।
Sources
Video Report by Crime Tak on 26th Feb 2025
Article Published by India Today on 25th Feb 2025
Article Published by Millennium Post on 28th Feb 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z