Claim
কলকাতার আরএন টেগর হাসপাতালে, বিবাহবার্ষিকীর দিন স্বামী সুধীরকে কিডনি দান করে প্রাণে বাঁচালেন স্ত্রী সুপ্রিয়া।

Fact
ভাইরাল দাবির ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৬ সালের ২৩ জুন, একই ছবি-সহ একটি প্রতিবেদন News18 Hindi-র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা প্রভা দেবী, ১৭তম বিবাহবার্ষিকীর দিন, নিজের কিডনি দান করে স্বামী রবি দত্ত সোনির প্রাণ বাঁচিয়েছিলেন।

Bhaskar– এর ওয়েবসাইটেও একই ছবি ও তথ্য-সহ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।
এখন বোঝাই যাচ্ছে যে, ভাইরাল ছবিটি মধ্যপ্রদেশের পুরনো একটি কিডনি প্রতিস্থাপনের ঘটনার, কলকাতার নয়।
Sources
Report by News18 Hindi, Dated June 23, 2016
Report by Bhaskar, Dated June 23, 2016
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z