Fact Check
Fact Check: দিল্লিতে আম্বেদকর মূর্তির পাদদেশে মমতা ব্যানার্জী ধর্নায় বসার ভুয়ো খবর ছড়ালো ফেসবুকে
Claim:পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজ দিল্লির আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Fact: মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডের কাছে ধর্না মঞ্চে যোগদান করেছেন
ফেসবুকে ভাইরাল দাবি দিল্লি থেকে বাংলার অধিকার ছিনিয়ে আনতে, দিল্লিতে আম্বেদকরের পাদদেশে মমতা ব্যানার্জী ধর্নায় বসেছেন। জিএসটি, একশো দিন ও সড়ক যোজনার টাকা বাবদ ১লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া পরে আছে কেন্দ্রের কাছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই অর্থ কেন্দ্রের থেকে পাওয়ার দাবিতে কলকাতার রেড রোডের কাছে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন, চলবে কাল পর্যন্ত।



Fact check / Verification
দিল্লির আম্বেদকরের পাদদেশে মমতা ব্যানার্জী ধর্নায় বসেছেন এই দাবিটি ভুল। ২৯ ও ৩০শে মার্চ কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে না কলকাতায় কোথায় আসলে তিনি ধর্নায় বসেছেন তা জানতে পারি গুগলে কীওয়ার্ড সার্চ করার পর। ANI এর রিপোর্টে ধর্না মঞ্চের ছবি রয়েছে। মঞ্চে বসে আছেন মুখ্যমন্ত্রী ও সাথে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।

টুইটার থেকে তমাল সাহার প্রোফাইল থেকেও আমরা এই ধর্নার ভিডিও পাই। কলকাতার অন্যতম ব্যস্ত স্থান ধর্মতলার আম্বেদকরের মূর্তির তলায় ২৯ ও ৩০শে মার্চ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসবেন মমতা ব্যানার্জী এমনই কথা বলছে মঞ্চের সামনের ব্যানার। চোখে পর্বে কলকাতার হলুদ ট্যাক্সি ও নীল সাদার রেলিং।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার প্রোফাইলেও দেখা যাবে আজকের ধর্নার ছবি।
ওড়িশায় যাত্রার সময়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার প্রতি কেন্দ্রের পক্ষপাতদুষ্টের কথা উল্লেখ করে রাজ্যের বকেয়া অর্থের কথাও বলেন সাংবাদিকদের সামনে। এই দিন তিনি ২৯ ও ৩০শে মার্চ কেন্দ্রের বিরুদ্ধে ধর্না মঞ্চে বসবেন বলে জানান।
আজ ধর্মতলায় ডিএ নিয়ে অনশন চলতে থাকার মাঝেই বিশাল জনসভা ডাকেন অভিষেক ব্যানার্জীও। আজ বেলা ১২তার সময় রেড রোডের ধর্না মঞ্চে উপস্থিত হন মুখ্যমত্রী। পরে একে একে দলের সকলেই যোগদান করে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে দিল্লির আম্বেদকরের পাদদেশে মমতা ব্যানার্জী ধর্নায় বসেছেন ভাইরাল এই দাবিটি ভুল। তিনি কলকাতার রেড রোডের আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসেছেন।
Result: Partly False
Our Sources
Twitter post from Tamal Saha
AITC’s twitter post
ANI report published on 29 March 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।