Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
মধ্যপ্রদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব মনোহরলাল ধাকাড়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করছেন যৌনকাণ্ডের ভিডিয়োতে দেখতে পাওয়া মহিলাটি।
ভাইরাল ভিডিয়োর মহিলাটির সঙ্গে মনোহরলাল ধাকাড়-কাণ্ডের মহিলার কোনও যোগ নেই।
দিল্লি-মুম্বই হাইওয়েতে, এক মহিলার সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব মনোহরলাল ধাকাড়কে (MP Obscene Video Case)। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার ভিডিয়ো, যাকে হাউ-হাউ করে কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকই দাবি করেছেন যে, মনোহরলাল ধাকড়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করছেন ভাইরাল ভিডিয়োর ওই মহিলা।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৩ অগাস্ট, Rajasthan Tak -এর সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একই ভিডিয়োর দীর্ঘ সংস্করণটি পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “Bikaner Ki Sherni का होश उड़ाने वाला New Video”।
এরপর ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২২ অগাস্ট, Zee Rajasthan-এর ওয়েবসাইটে ভিডিয়োটি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যেখানে মহিলাটির নাম লেখা হয়েছিল-মনিকা রাজপুরোহিত, বয়স ২১ এবং তিনি একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, বেআইনি ভাবে বাড়িতে মাদক রাখার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তখনই কাঁদতে কাঁদতে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল মনিকা রাজপুরোহিত।
ABP News-এর ওয়েবসাইটেও একই তথ্য-সহ ভিডিয়োর প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।
এরপর মনিকা রাজপুরোহিত-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৩ অগাস্ট একই ভিডিয়োটি তিনি পোস্ট করেছিলেন।
এরপর নিউজচেকারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরাও নিশ্চিত করে জানান যে, ভাইরাল ভিডিয়োর মহিলার সঙ্গে মনোহরলাল ধাকাড়-কাণ্ডের মহিলার কোনও যোগ নেই।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োর মহিলাটির সঙ্গে মনোহরলাল ধাকাড়-কাণ্ডের মহিলার কোনও যোগ নেই।
Sources
Video by Rajasthan Tak, Dated August 22, 2024
Report by ABP News, Dated August 22, 2024
Post by Monika Rajpurohit, Dated August 23, 2024